কালকের রাজা আজকের ফকির!
ছবির লোকটির নাম মঈন। কথিত যে পাকিস্তান আমলে তিনি বিমান ভাড়া করে বরযাত্রী নিয়ে বিয়ে করতে গিয়েছিলেন!
৭০ দশকে খুলনার বিশিষ্ট শিল্পপতি হিসাবে খ্যাতি লাভ করেন মঈন। এখনও তিনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন। বাংলা ভাষা বোঝেন কিন্তু কথা বলেন উর্দু ভাষায়।
আল্লাহর লীলা-খেলা, বোঝা বড়ো দায়...., সেই মঈন আজ নিঃস্ব, পথের ফকির। পাগল হয়ে ঘুরে বেড়ায় খুলনার পথে পথে।
আমরা বলি, দুদিনের এই দুনিয়ায় ধন-সম্পদ, টাকা-পয়সা নিয়ে অহংকার-বড়াই করা নিতান্তই মূর্খতা। আমরা একটা বিষয় কখনোই মাথায় নেই না যে যেকোন সময় আপনি কিংবা আমি অথবা যেকেউ যেকোনো মুহূর্তে এই শিল্পপতি মঈন আলী'র মত হয়ে যেতে পারি।
আল্লাহ আমাদের সবাইকে উত্তম বুঝ দান করুক.... আমীন,

Saiful Islam
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?