কি করবেন টাকা দিয়ে দেখেন তো
ধন সম্পদ কোন কাজে লাগে কুয়েতের সব চেয়ে ধনী ব্যক্তি নাসসি আল খিরকি মারা গিয়েছেন। স্বর্নের বাড়ি, স্বর্নের গাড়ি, স্বর্নের বিমান,, সহ তিনি
ধন সম্পদের পাহাড় রেখে গেছেন
সাথে কিছু নিয়ে যেতে পারেন নাই ?
কিন্তু তাঁর অর্জিত পুন্য ছাড়া কিছুই নিতে পারেন না।
তাই টাকা বা ধন সম্পদের পেছনে না দৌড়ে
যদি আল্লাহ এবং তাঁর রাসুলের নির্দেশনুযায়ী
জীবন পরিচালনা করি এবং সৎপথে নিজেকে নিয়োজিত করি, তবে সেটাই হবে নিঃসন্দেহে বুদ্ধিমানের কাজ।
Synes godt om
Kommentar
Del