দীননাথ পুলিশের কাছে গিয়ে নালিশ করল—

দীননাথ: স্যার, কাল রাতে টেলিভিশনটা ছাড়া আমার বাসার সব কিছু চুরি হয়ে গেছে।

পুলিশ: তা চোর মহাশয় সব নিলো কিন্তু টেলিভিশনটা নিলো না কেন?

কাশিনাথ: ওটা আর চুরি করবে কীভাবে বলেন? আমি তো তখন বসে বসে টেলিভিশনে অনুষ্ঠান দেখছিলাম!