সকালে চায়ের টেবিলে একখানা ডিটেকটিভ বই ফেলে দিয়ে স্বামী স্ত্রীকে বললো—

স্বামী: দারুণ বই। আমি কাল রাত দুটা পর্যন্ত এক নিশ্বাসে পড়ে শেষ করেছি।

স্ত্রী: কিন্তু কাল বারোটার পর যে লোডশেডিং হলো, পড়লে কী করে?

স্বামী: পড়তে পড়তে এতই মগ্ন ছিলাম যে, কিছুই টের পাইনি।