মন্টু ও চিকিৎসকের মধ্যে কথা হচ্ছে—

মন্টু: স্যার, আমি বাসার চাবি গিলে ফেলেছি।

ডাক্তার: বলেন কী! কখন এ ঘটনা ঘটালেন?

মন্টু: তা প্রায় মাস দুয়েক হবে।

ডাক্তার: এত দিন আসেননি কেন?

মন্টু: স্যার, তখন একটি নকল চাবি বানিয়ে নিয়েছিলাম। আজকে সেটাও হারিয়ে গেছে, তাই বাধ্য হয়ে আপনার শরণাপন্ন হয়েছি।