ছোটবেলা থেকেই যাদের আদরে আমি বড় হয়েছি । এবং শিখেছি তাদের কাছে একজন শিল্পী কেমন করে বড় হতে থাকে । তার মত বিনয়ী মানুষ আমি কম দেখেছি । জাহিদ হাসান সেটে থাকা মানেই অন্য শিল্পীদের সব টেনশন তার ঘারে । সবাই কে নিয়ে ভাবেন সে শুটিং এর সময় ,সবার খাবার ঠিক মত হল না , সব কিছু সে খেয়াল করেন । আর আমার তো সে পরিবার সব সময়ই ।

একজন জাহিদ হাসান হতে কত পরিশ্রম , ত্যাগ ও অধ্যবসায় দরকার তা হয়তো আমরা খালি চোখে বুঝি না । আজ তার জন্মদিন , তার জন্যে আমার অনেক প্রার্থনা । আমার কাছে সে সবসময়ই একজন সুপারস্টার, অসাধারন মানুষ ।

image