গোলবাহার অজগরের মানুষ শিকারের পঞ্চম ঘটনা !
১৯৯৫, ২০১৭, ২০১৮ ও ২০২০ এই চার বছরে গোলবাহার অজগরের চারবার প্রাকৃতিকভাবে মানুষ শিকারের ঘটনা ঘটেছে ৷ ১৯৯৫ ও ২০২০ সালে শিকারকে মেরে ফেলতে পারলেও গিলতে পারেনি ৷ ২০১৭ ও ২০১৮ সালে গিলে ফেলেছিল ৷ ২০২২ সালে ঘটলো গিলে ফেলার তৃতীয় ঘটনা !
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের জাম্বির পশ্চিম তানজুং জাবুং অঞ্চলের বেতারা উপজেলার তেরজুং গাজাহ গ্রামের ৫২ বছর বয়সী রাবার গাছের রস সংগ্রহকারী মহিলা জাহারা ৷ গত ২৩ অক্টোবর রবিবার সকালে তিনি তাঁর রাবার বাগানে রস সংগ্রহ করতে যান কিন্তু সূর্যাস্ত হয়ে গেলেও বাড়ি ফেরেননি ৷ এক দিন ও এক কার নিখোঁজ থাকার পর গ্রামবাসী তাঁর সন্ধান শুরু করে ৷ সোমবার সকালে রাবার বাগানের পাশের জঙ্গলে একটা ১৯.৬৮ ফুট বা ৬ মিটার লম্বা বিশাল পেট ফোলা এক Reticulated Python বা গোলবাহার অজগর দেখতে পায় ৷ সাপটা ভরপেট খেয়ে স্বভাবমতো বিশ্রাম করছিল ৷
ইন্দোনেশিয়ায় দুবার এমন ঘটনা ঘটেছে তাই গ্রামবাসী সন্দেহের বশে অজগরটাকে মেরে তার পেট কাটলে সেই মহিলার অক্ষত মৃতদেহ আবিষ্কৃত হয় ৷ আমাদের দেশে বার্মিজ অজগর যতটা সহজলভ্য ইন্দোনেশিয়ায় গোলবাহার অজগর ততটা সহজলভ্য ৷ গ্রামবাসী এখন ভীত সন্ত্রস্ত যে রাবার বাগানে আরও বড় অজগর থাকতে পারে ৷
মানুষ কোনো অজগরের স্বাভাবিক শিকার নয় তবে বিশ্বের সবচেয়ে লম্বা সাপ গোলবাহার অজগরই একমাত্র যার প্রাকৃতিকভাবে মানুষ শিকারের ঘটনা আছে এবং ইদানিং বাড়ছে ৷ বাংলাদেশে এই অজগর বিরল এবং একমাত্র চট্টগ্রাম বিভাগে দেখা যায় ৷