কয়েক দশক ধরে গোসল না করার কারণে “বিশ্বের সবচেয়ে অপরিষ্কার মানুষ” হিসেবে পরিচিতি পেয়েছিলেন আমাউ হাজি। সম্প্রতি ৯৪ বছর বয়সে এই ইরানি নাগরিকের মৃত্যু হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর এক প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৩ অক্টোবর) দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশের দেজগাহ গ্রামে আমাউ হাজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি গোসল করেননি। ব্যক্তিজীবনে এই ইরানি প্রবীণ ছিলেন অবিবাহিত।
স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আইআরএনএ জানায়, অসুস্থ হওয়ার ভয়ে হাজি গোসল করা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু কয়েক মাস আগে অনেকদিন পর গোসল করানোর জন্য গ্রামবাসী তাকে একটি বাথরুমে নিয়ে গিয়েছিল বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। আর তাতেই সমাপ্তি নেমে আসলো তার জীবনের।
ইরানের সাংবাদমাধ্যমে বলা হয়, তার জীবনের ওপর ভিত্তি করে ২০১৩ সালে “দ্য স্ট্রেঞ্জ লাইফ অব আমাউ হাজি” নামে একটি ছোট ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করা হয়েছিল।
Nahiyan Opu
Delete Comment
Are you sure that you want to delete this comment ?