এক বিংশ শতাব্দীর উচ্চ প্রযুক্তিগত উন্নয়নের ধারাবাহিকতায় এবার বিশ্বের সামনে উম্মোচিত হলো অত্যন্ত শক্তিশালী এক ৩,২০০ মেগাপিক্সেল সক্ষমতার (এলএসএসটি) ক্যামেরা। এটিকে এতটাই অত্যাধুনিক উচ্চ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে যে, এই ক্যামেরাটি প্রায় ২৪ কিলমিটার দুরুত্ব থেকেও মাঠে থাকা একটি ছোট্ট গলফ বলের নিখুঁত ইমেজ ধারণ করতে পারে। এটিকে মহাকাশ গবেষণায় ব্যবহারের উদ্দেশ্যে থ্রীডি ইমেজ ধারণ করার উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে। মুলত ৭ বছরের অক্লান্ত প্রচেষ্ঠায় এটিকে তৈরি করেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এসএলএসি ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরির ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিবিদেরা। তারা এই অত্যন্ত শক্তিশালী ক্যামেরার নাম দিয়েছে লিগ্যাসি সার্ভে অভ স্পেইস অ্যান্ড টাইম (এলএসএসটি)।

image