জানা অজানা ১১ টি মজার তথ্য❤️😃

১- হিটলার এবং স্টালিন; যারা ৪ কোটি মানুষ
হত্যার জন্যে দায়ী; তারাই শান্তিতে নোবেল পুরুস্কারের
জন্যে মনোনীত হয়েছিলেন।

২- কুমির চিবোতে পারে না!! শিকারকে ধরার পর
সরাসরি গিলে ফেলে!!

৩- কেউ যখন ঘুম এর মধ্যে নাক ডাকে এর অর্থ হচ্ছে
সে স্বপ্ন দেখছে না!!

৪- ব্রাজিলে এক ধরনের প্রজাপতি পাওয়া যায়
যাদের শরীরের রঙ ও গন্ধ হুবহু চকোলেটের মত!!

৫- একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫
ফিট উপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা ব্যাথা পায় না বা আহত হয় না!!

৬- একটি ডিমে শুধু ভিটামিন সি বাদে অন্য সব প্রকার
ভিটামিন থাকে!!

৭- একটি মশার ওজন হতে পারে ২.৫ মিলিগ্রাম
অর্থাৎ ০.০০২৫ গ্রাম!

৮- কলা এবং সবুজ আপেল ওজন কমাতে সাহায্য করে!!

৯-কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র
পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।।

১০- কিং কোবড়া পৃথিবীর একমাত্র সাপ যে বাসা
বাধে।

১১- গবেষণায় দেখা গেছে, জীবিত মানুষদের মধ্যে
২৫% লোকের জীবনে কোনো না কোনো সময়ে রক্তের প্রয়োজন হয়।

image