***জেনে নিন কিছু অদ্ভুত তথ্যাবলী***

১. চকলেট হলো কুকুরের জন্য বিষ।
১টা বড় কুকুরকে মারতে সামান্য কয়েক পাউন্ড চকলেটই যথেষ্ট।

২. লিপস্টিকের প্রধান উপকরন হলো মাছের আশেঁর গুড়া।

৩. মার্লবোরো সিগারেট কোম্পানীর প্রথম মালিক ফুসফুসের ক্যান্সারে মারা যান।

৪. পৃথিবীর সবচেয়ে বেশী লোকের
নামের প্রথম বা শেষ অংশে “মোহাম্মদ” রয়েছে।

৫. চোখ খোলা রেখে হাচিঁ দেওয়া কোন মানুষের পক্ষেই সম্ভব না।

৬. কোকা কোলা কে গাড়ীর তেল (মবিলের বিকল্প) হিসেবে ব্যবহার করা যায়।

৭. আমেরিকার ওয়াশিংটনে মানুষ অপেক্ষা টেলিফোনের সংখ্যা বেশী।

৮. আমেরিকার মিশিগানে কোন বিবাহিত মহিলার চুল
কাটাতে স্বামীর অনুমতি লাগে।

৯. আমেরিকার কলাম্বিয়া প্রদেশে মেয়ের বাসর রাতে
তার মায়ের উপস্থিতি বাধ্যতামূলক।

১০. লিওনার্ডো দা ভিন্চি একই সাথে এক হাতে লিখতে
এবং অন্য হাতে ড্রয়িং করতে পারতেন।

image