একই বিমানে যাচ্ছেন তিন দেশের তিন লোক। একজন আমেরিকার, ২য় জন রাশিয়ার ও ৩য় জন বাংলাদেশের। একসঙ্গে তারা কিছু গল্প করছিলেন। তখন রাশিয়ার লোকটি হাত বের করে বললেন—

রাশিয়ান: আমরা এখন সাইবেরিয়ার ওপর দিয়ে যাচ্ছি।
আমেরিকান: কেমন করে বুঝলেন?
রাশিয়ান: কারণ বাইরে অনেক ঠান্ডা।

কিছুক্ষণ পর আমেরিকার লোকটি হাত বের করে বললেন—
আমেরিকান: আমরা এখন নিউইয়র্কের ওপর দিয়ে যাচ্ছি। কারণ এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সঙ্গে গুঁতা খেয়ে আমার হাত ছিলে গেছে।

শেষমেশ বাংলাদেশের জন হাত বের করে বললেন—
বাঙালি: আমরা এখন গুলিস্তানের ওপর দিয়ে যাচ্ছি।
রাশিয়ান: কি করে বুঝলেন?
বাঙালি: কারণ আমার হাতে একটা ক্যাসিও ঘড়ি ছিল, সেটা নাই হয়ে গেছে।