সকালের আলো মেখে চার চাকা পায়ে,
কবে দূর, যাবে আবার !
বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়,
খুঁজে সুর, পাবে আবার !
সেই হারানো চড়ুইয়ের ডাক,
বলে যে গেছে সে চলে যাক !
নিজেকে ভালবাসো তুমি এবার

image