একটি হাতি সুইমিং পুলে গোসল করছে। একটি ইঁদুর এসেই তাকে বলল-

ইঁদুর: মামা, একটু উপরে ওঠ তো।

হাতি: কেন?

ইঁদুর: কাজ আছে, ওঠ।

ইঁদুরের অনুরোধে হাতি উঠল। ইঁদুর হাতিকে অনেক সময় ধরে ঘুরে-ফিরে দেখল। তারপর বলল-

ইঁদুর: যাও, গোসল করগে।

হাতি: তুই আমাকে সুইমিং পুল থেকে উঠালি আবার নামালি, কাহিনিটা কী?

ইঁদুর: আমার একটা আন্ডারওয়্যার হারায়া গেছে। ভাবলাম তুমি পরে আছো কি-না?