একসঙ্গে প্রথমবার
***********************************************************************
নাট্যপরিচালক রায়হান খানের দীর্ঘদিনের পরিকল্পনা সিনেমা বানাবেন। নামও ঠিক করে রেখেছিলেন। ‘এক্সকিউজ মি’ নামের সেই ছবির শুটিং অবশেষে শুরু হচ্ছে। ২১ ডিসেম্বর ঢাকায় ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। নতুন বছরে শুটিং করার পরিকল্পনা চলছে বলেও জানালেন পরিচালক। এই ছবির মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় কাজ করবেন ভাবনা ও রোশান। এরই মধ্যে প্রধান চরিত্রের দুই অভিনয়শিল্পীর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।
‘এক্সকিউজ মি’ ছবিতে ভাবনা ও রোশানকে চুক্তিবদ্ধ করানো প্রসঙ্গে রায়হান খান বলেন, ‘ভাবনার সঙ্গে একাধিক নাটকে কাজ করা হয়েছে। সে আগেই পরীক্ষিত। তা ছাড়া আমার এই ছবির চরিত্রটি একজন আহ্লাদী মেয়ের, যা ভাবনার সঙ্গে মানানসই। অন্যদিকে ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে রোশানের অভিনয় দেখে খুব ভালো লেগেছে। ভাবনার সঙ্গেও মানাবে তাঁকে।’
রায়হান খান বলেন, ‘সিনেমায় গল্পই সবচেয়ে শক্তিশালী। আর সেটি সুন্দর উপস্থাপনে সব শ্রেণির মানুষের কাছে পৌঁছাতে পারলেই সিনেমা সার্থক, পরিচালক সার্থক।’ কথায়–কথায় পরিচালক বললেন, ‘প্রথম দিকে যখন লিখেছিলাম, তখন সিনেমাটি একটু অন্য রকমের ছিল। এবার একেবারে ভিন্নভাবে তৈরির চেষ্টা থাকবে। সেভাবে শিল্পীও চূড়ান্ত করেছি।’
ছবির পরিচালক আর সহশিল্পী দুজনের সঙ্গে প্রথমবার কাজ করছেন রোশান। তিনি জানান, গল্প পড়ে ছবিতে কাজ করতে রাজি হয়েছেন।
রোশান বললেন, ‘গল্পটি দারুণ। তা ছাড়া পরিচালকের কাজের অনেক প্রশংসা শুনেছি। আর ভাবনার সঙ্গে আগে থেকেই পরিচয় আছে। এর আগেও আমাদের দুজনের একসঙ্গে কাজ করার কথা ছিল। সে সময় ব্যাটে–বলে মেলেনি। এবার সেই সুযোগ হচ্ছে।’ছবির পরিচালক আর সহশিল্পী দুজনের সঙ্গে প্রথমবার কাজ করছেন রোশান। তিনি জানান, গল্প পড়ে ছবিতে কাজ করতে রাজি হয়েছেন।
রোশান বললেন, ‘গল্পটি দারুণ। তা ছাড়া পরিচালকের কাজের অনেক প্রশংসা শুনেছি। আর ভাবনার সঙ্গে আগে থেকেই পরিচয় আছে। এর আগেও আমাদের দুজনের একসঙ্গে কাজ করার কথা ছিল। সে সময় ব্যাটে–বলে মেলেনি। এবার সেই সুযোগ হচ্ছে।’
পরিচালক রায়হান খানের সঙ্গে দেশ ও দেশের বাইরে একাধিক নাটকে কাজের অভিজ্ঞতা আছে ভাবনার। এই পরিচালকের প্রথম সিনেমার কাজ নিয়ে উচ্ছ্বসিত এই নায়িকা।
ভাবনা বলেন, ‘রায়হান খান ভালো পরিচালক, ভালো চিত্রগ্রাহকও, তাই সিনেমা পরিচালনায় তাঁর বাড়তি সুবিধা হবে। সেই বিশ্বাস থেকে তাঁর পরিচালিত প্রথম সিনেমায় আমার কাজ হতে যাচ্ছে।’
চলচ্চিত্র বানানোর আগে রায়হান খান চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছিলেন। ‘মৃধা বনাম মৃধা’ নামের ছবিটি গত বছর মুক্তি পায়। ছবিটি প্রেক্ষাগৃহে আলোচনা তৈরি করতে না পারলেও সমালোচকদের প্রশংসা কুড়ায়। নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্রের চিত্রনাট্য করছেন তিনি।
Source: প্রথম আলো
Md Parvaj Mollick
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟