ঘরেই মেরামত করা যাবে ম্যাক কম্পিউটার
***********************************************************************
আইফোন, ল্যাপটপের পাশাপাশি এবার ম্যাক কম্পিউটারও নিজে নিজে সারানো যাবে। এ সুবিধা দিতে নিজেদের সেলফ সার্ভিস রিপেয়ার কার্যক্রমের পরিধি বাড়িয়েছে অ্যাপল। এত দিন সেলফ সার্ভিস রিপেয়ার কার্যক্রমের আওতায় শুধু আইফোন বা ম্যাকবুক ল্যাপটপ নিজেরা মেরামতের সুযোগ পেতেন ব্যবহারকারীরা।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। নতুন এ উদ্যোগের আওতায় আইম্যাক, ম্যাক মিনি এবং ম্যাক স্টুডিও কম্পিউটার মেরামত করা যাবে। কোনো যন্ত্র পরিবর্তন বা হালনাগাদ করা নিয়ে চিন্তা করতে হবে না ব্যবহারকারীদের। অ্যাপলের ওয়েবসাইট থেকেই প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনা যাবে।

কম্পিউটার মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহের পাশাপাশি বিনা মূল্যে নির্দেশিকা দেবে অ্যাপল। চাইলে প্রয়োজনীয় টুলকিটও ভাড়া নেওয়া যাবে। ফলে ইলেকট্রনিকস যন্ত্র সম্পর্কে ধারণা থাকা যেকোনো ব্যক্তি সহজেই নিজের কম্পিউটার মেরামত করে অর্থ সাশ্রয় করতে পারবেন।

অ্যাপলের তথ্যমতে, অনুমোদিত মেরামত কেন্দ্রে যে মানের যন্ত্রাংশ ব্যবহার করা হয়, একই মানের যন্ত্রাংশ পাওয়া যাবে সেলফ সার্ভিস রিপেয়ার কার্যক্রমে। এতে যন্ত্রাংশের মান নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। ব্যবহারকারীরা চাইলে পণ্য মেরামতের পর পুরোনো যন্ত্রাংশগুলো অ্যাপলের কাছে বিক্রি করতে পারবেন।

Source: প্রথম আলো

image