চোর: জলদি, পুলিশ আসছে! জানালা দিয়ে লাফিয়ে পড়।

সহকারী: ক্যান ওস্তাদ? পেছনেও তো দরজা আছে।

চোর: বাংলা সিনেমায় তাই করে।

সহকারী: কিন্তু ওস্তাদ, আমরা যে এখন তের তলায় আছি।

চোর: দুর গাধা! এখন কি কুসংস্কার নিয়ে মাথা ঘামানোর সময়?