আসছে স্যামসাংয়ের নতুন ল্যাপটপ, থাকছে তৃতীয় জেনারেশন ৩ প্রসেসর
***********************************************************************
গত ডিসেম্বরে জেনারেশন ৩ প্রসেসর এবং স্ন্যাপড্রাগন ৮সিএক্সসহ গ্যালাক্সি বুক ২ প্রো ৩৬০ উন্মোচন করেছে স্যামসাং। এই ল্যাপটপ বাজারে আসছে চলতি জানুয়ারিতে মাসেই।
নতুন গ্যালাক্সি বুক ২ প্রো ৩৬০ ল্যাপটপে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। এর মধ্যে একটি হলো জেনারেশন ৩ প্রসেসর। এটি এই ল্যাপটপের হালনাগাদ সংস্করণ। গত বছরের ফেব্রুয়ারিতে ইন্টেল প্রসেসরসহ গ্যালাক্সি বুক–২ ৩৬০ উন্মোচন করে স্যামসাং।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে গ্যালাক্সি বুক ২ প্রো ৩৬০ প্রিমিয়াম ল্যাপটপ কম্পিউটারের ঘোষণা দিয়েছে স্যামসাং। ঘোষণায় বলা হয়, উচ্চগতি এবং কর্মক্ষমতাসহ এ ল্যাপটপ নিয়ে আসা হয়েছে। এতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন–৮ সিক্স জেন–৩ প্রসেসর।
গ্রাফাইট রঙের ল্যাপটপে অ্যামলয়েড ডিসপ্লে সমর্থন থাকবে এবং ৩৬০ ডিগ্রি বাঁকানো ফ্লিপ করা যাবে। ১৩.৩ ইঞ্চির এ ল্যাপটপটি খুবই হালকা হবে। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা এ ল্যাপটপে স্ন্যাপড্রাগন চিপসেট ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ৩৫ ঘণ্টা পর্যন্ত।
এ ছাড়া থাকবে এস পেন ব্যবহারের সুবিধা। সমর্থন করবে ফাইভ–জি এবং ওয়াই–ফাই ৬ই নেটওয়ার্ক।
সূত্র: গ্যাজেটস ৩৬০
Source: প্রথম আলো