ফেসবুকে কেনাকাটায় কীভাবে প্রতারককে চিনবেন
***********************************************************************
আজকাল অনেকে ফেসবুকের মার্কেটপ্লেসে পণ্য কেনাবেচা করেন। সবার জন্য মুক্ত এই মার্কেটপ্লেসে চাইলেই কেউ পণ্য বিক্রি বা ক্রয় করতে পারেন। পাওয়া যায় প্রায় সব ধরনের পণ্যও। তবে এখানে পণ্য কেনাবেচা করার আগে কিছু সতর্কতা প্রয়োজন। কারণ, অনেক ক্ষেত্রেই প্রতারণার ঘটনা ঘটে থাকে। প্রতারক বিক্রেতা বা ক্রেতার হাত থেকে বাঁচতে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে এবং সতর্ক থাকাটা জরুরি।
বিক্রেতার প্রোফাইল যাচাই
কোনো পণ্য কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে বিক্রেতার প্রোফাইলে দেওয়া তথ্য যাচাই করে নিন। প্রোফাইলে যদি বিক্রেতার কোনো ছবি, ব্যানার বা পণ্য বেচাকেনার অতীত তালিকা না পান, তবে এই বিক্রেতা প্রতারক হতে পারেন।
দামি পণ্য সস্তায় বিক্রির কথা বললে
কোনো বিক্রেতা যদি দামি কোনো পণ্য আপনাকে কম দামে বিক্রির কথা বলেন, বুঝবেন প্রতারণার ফন্দি আটছেন তিনি। প্রতারকেরা এভাবেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রতারণা করেন। এসব ক্ষেত্রে হয় আপনাকে নকল পণ্য দেবেন, নয়তো দিন শেষে কোনো পণ্যই দেবেন না প্রতারক।
অন্য মাধ্যমে মূল্য পরিশোধ করতে বলবেন
ক্রয়সংক্রান্ত লেনদেন পেপল বা ফেসবুক চেকআউটের মতো বিশ্বস্ত মাধ্যমে করা উচিত। এই মাধ্যমগুলো ক্রয় সুরক্ষায় নিরাপত্তা দেয় এবং পণ্য না পেলে অর্থ ফেরত দেয়। কিন্তু বিক্রেতা যদি আপনাকে ভেনমো বা ক্যাশঅ্যাপে মূল্য পরিশোধে জোরাজুরি করেন, তবে বুঝবেন, ঘাপলা আছে। এ ছাড়া পণ্য কেনাবেচায় যোগাযোগের ক্ষেত্রেও ফেসবুক মার্কেটপ্লেসের বাইরে যাওয়া উচিত নয়।
বিক্রেতা ব্যক্তিগতভাবে দেখা করতে অস্বীকৃতি জানাবেন
মূল্য পরিশোধের আগে বিক্রেতার সঙ্গে দেখা হলে পণ্য যাচাই-বাছাই করা যায়। কোনো বিক্রেতা যদি একই এলাকায় বসবাস করেও দেখা করতে না চান, তবে তাঁর পণ্য ভালোভাবে যাচাই করে নেবেন। আর দেখা করলে দিনের বেলা পাবলিক প্লেসে করতে হবে।
বিক্রেতা অগ্রিম পরিশোধ করতে বলবেন
কখনো কখনো দেখা যায়, বিক্রেতা আপনাকে পণ্যের চাহিদার কথা বলেন এবং সেটি রেখে দিতে অগ্রিম কিছু অর্থ পরিশোধ করতে বলেন। একই কথা অন্য ক্রেতাদেরও বলার আশঙ্কা রয়েছে। আর অল্প পরিমাণ অগ্রিম দিলেও ফেসবুকের লেনদেন পদ্ধতি অনুসরণ করতে হবে।
মূল্যের বাড়তি অর্থ পরিশোধ করবেন
কিছু ক্ষেত্রে চোর বা অপরাধীরাও বিক্রেতাদের কাছে ক্রেতার বেশে হাজির হন। তাঁরা পণ্যের সম্ভাব্য ক্রেতা হিসেবে আগ্রহ দেখান এবং নির্ধারিত মূল্যের বেশি অর্থ পরিশোধ করেন। এ ক্ষেত্রে প্রতারক ভুয়া চেক, চুরি করা ক্রেডিট কার্ড বা জাল টাকায় মূল্য পরিশোধ করেন। এরপর ভুলবশত বেশি টাকা পরিশোধ করেছেন বলে বাড়তি টাকা নিয়ে সটকে পড়েন।
মূল্য পরিশোধের আগে পণ্য ডেলিভারি দিতে বলবেন
কোনো কোনো ক্রেতা মূল্য পরিশোধের আগেই পণ্য ডেলিভারি দিতে বলবেন। এ ধরনের ক্রেতা হয়তো আপনাকে বোঝাতে চেষ্টা করবেন, মূল্য পরিশোধের আগে পণ্যটি ঠিক আছে কি না, তা তিনি যাচাই-বাছাই করতে চান। পরে পণ্য নিয়ে চম্পট দেবেন।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ ডটকম
Source: প্রথম আলো