বিট–বাইট
***********************************************************************
২০২২ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বার নামানো অ্যাপের তালিকায় শীর্ষে রয়েছে টিকটক। তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার তথ্য মতে, গত বছর প্রায় ৬৭ কোটি ২০ লাখ বার নামানো হয়েছে ভিডিওনির্ভর এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ। ইনস্টাগ্রাম রয়েছে তালিকায় দ্বিতীয় স্থানে। প্রায় ৫৪ কোটি ৮০ লাখ বার নামানো হয়েছে অ্যাপটি। তৃতীয় স্থানে থাকা মেটার মালিকানাধীন অ্যাপ হোয়াটসঅ্যাপ নামানো হয়েছে ৪২ কোটি ৪০ লাখ বার। চতুর্থ স্থানে রয়েছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি ভিডিও সম্পাদনার অ্যাপ ক্যাপকাট। ৩৫ কোটি ৭০ লাখবার নামানো হয়েছে অ্যাপটি। পঞ্চম স্থানে রয়েছে স্ন্যাপচ্যাট। প্রায় ৩৩ কোটি বার নামানো হয়েছে অ্যাপটি। সবচেয়ে বেশি বার নামানো অ্যাপের তালিকায় থাকা অন্য অ্যাপগুলো হলো—টেলিগ্রাম (৩১ কোটি বার), সাবওয়ে সারফারস (৩০ কোটি ৪ লাখ বার), ফেসবুক (২৯ কোটি ৮০ লাখ বার), স্ট্যাম্বল গায়েজ (২৫ কোটি ৪০ লাখ বার) ও স্পটিফাই (২৩ কোটি ৮০ লাখ বার)।
সূত্র: ফোর্বস
কম্পিউটারে কাজ করার সময় মনিটর ডানে-বাঁয়ে ঘুরিয়ে ব্যবহার করা গেলেও উঁচু-নিচু করার সুযোগ মেলে না। ফলে অনেকেই বাধ্য হয়ে দেয়াল বা টেবিলের সঙ্গে মনিটর আর্মযুক্ত করে মনিটরের উচ্চতা কম বেশি করেন। তবে এ সমস্যা সমাধানে সহজে উচ্চতা পরিবর্তন করতে সক্ষম মনিটর তৈরি করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। বিশেষ ধরনের স্ট্যান্ডের ওপর বসানো থাকায় ব্যবহারকারীরা চাইলেই মনিটরের উচ্চতা পরিবর্তন করতে পারবেন। ৫০০ টজে৴র রগ সুইফট প্রো পিজি ২৪৮ কিউপি মডেলের মনিটরটি এ বছরের মাঝামাঝি বাজারজাত করা হবে।
সূত্র: দ্য ভার্জ
Source: প্রথম আলোl