রাজা বুড়ো হয়ে গেছেন। অনেক বয়স হয়েছে তার। চোখে আজকাল আর ভালমত দেখতে পান না। কথা কম শোনেন কানে। শরীরেও কোন বল নেই। এই অবস্থায় রাজ্য পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়। রাজা মনে মনে ঠিক করলেন, তার কোন পুত্রের উপর রাজ্যের ভার দেবেন। তারপর বাকি জীবনটা কাটিয়ে দেবেন নিরিবিলি শাস্তিতে।

রাজার ছিল তিন ছেলে। কাকে দেবেন তিনি এই রাজ্যের শাসনভার? সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে যোগ্য যে, তাকেই তো রাজ্যের ভার দেয়া উচিত। কিন্তু কে সবচেয়ে বুদ্ধিমান?

https://www.golperasor.com/202....2/04/rajar-tinti-pro

রাজার তিনটি প্রশ্ন - তুরস্কের রুপকথা - Golper Asor
Favicon 
www.golperasor.com

রাজার তিনটি প্রশ্ন - তুরস্কের রুপকথা - Golper Asor

রাজা বুড়ো হয়ে গেছেন। অনেক বয়স হয়েছে তার। চোখে আজকাল আর ভালমত দেখতে পান না। কথা কম শোনেন কানে। শরীরেও কোন বল নেই।