সুজুকির নতুন গাড়ি
***********************************************************************
নতুন বছরের শুরুতে নতুন গাড়ি নিয়ে এসেছে উত্তরা মোটরস লিমিটেড। সুজুকির ব্রেজা নামের গাড়িটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ নতুন সুজুকি ব্রেজা সিটি-ব্রেড এসইউভি ধরনের গাড়িটিতে রয়েছে বৈদ্যুতিক স্বচ্ছ ছাদ (সানরুফ), সঙ্গে আরও নতুন বৈশিষ্ট্য যেমন হেডআপ ডিসপ্লে, ৩৬০ ডিগ্রি রিয়ার ভিউ ক্যামেরা এবং ৬টি এয়ার ব্যাগ।
গাড়িটি সম্পর্কে জানতে চাইলে উত্তরা মোটরস লিমিটেডের পরিচালক নাঈমুর রহমান বলেন, বাংলাদেশে প্রশস্ত ও প্রিমিয়াম গাড়ির যথেষ্ট চাহিদা রয়েছে। গাড়িটিকে হট অ্যান্ড টেকি বলছে সুজুকি। ব্রেজাতে রয়েছে ২০টির বেশি উচ্চ প্রযুক্তিগত বৈশিষ্ট্য।
একগুচ্ছ নিরাপত্তা সুবিধাও রয়েছে এতে। যা শহুরে অ্যাডভেঞ্চারে আনন্দ দিতে পারবে।
ব্রেজা হাইব্রিড গাড়ি। ফলে এটি জ্বালানি সাশ্রয়ী। গাড়িটি সাতটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। গাড়িটির মূল্য ৩৫ লাখ টাকা থেকে শুরু।
Source: প্রথম আলোl