থ্রিডি প্রিন্টারে আবক্ষ মূর্তি
***********************************************************************
বিখ্যাত মানুষদের স্মৃতি ধরে রাখতে তাঁদের আবক্ষ মূর্তি তৈরি করে গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শনের চল প্রায় সব দেশেই রয়েছে। দেশ-বিদেশের বিখ্যাত ভাস্করদের দিয়ে এসব মূর্তি তৈরিতে সময় এবং অর্থও লাগে বেশ। সময় বদলেছে, প্রযুক্তিও উন্নত হয়েছে। এবার চাইলে থ্রিডি (ত্রিমাত্রিক) প্রিন্টারের সাহায্যে ঘরে বসেই যেকোনো মানুষের আবক্ষ মূর্তিসহ বিভিন্ন আকারের মূর্তি তৈরি করা যাবে।
ত্রিমাত্রিক প্রিন্টারটি তৈরি করেছে জি–থ্রিডি নামে একটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) নিজেদের তৈরি ত্রিমাত্রিক প্রিন্টারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির আবক্ষ মূর্তি তৈরি করে দেখিয়েছে তারা।
সূত্র: এএফপি
Source: প্রথম আলোl
Sadia Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?