আমাদের বাড়িটার সামনে একটা কৃষ্ণচূড়া গাছ লাগাবো ঠিকাছে?
ঠিক কত বছর বয়স থাকবে তখন আমাদের জানিনা , আমরা রোজ নিয়ম করে সেই ছোট্ট গাছটাতে পানি দেব । এরপর অনেকবছর পরে যখন গাছটা বড় হবে , পুরো গাছ লাল কৃষ্ণচূড়া ফুলে জল জল করবে তখন সেই গাছতলায় বসে আমার কানে একগোছা কৃষ্ণচূড়া ফুল গুঁজে দিও কেমন ?
সেদিন পর্যন্ত তুমি শুধু আমার থেকো , সেদিন পর্যন্ত তোমার চুল , তোমার নিশ্বাস , তোমার অন্তরে যেন শুধু আমার অধিকার থাকে ❤️
Gefällt mir
Kommentar
Teilen