সত্যিই কি জটিল রোগে আক্রান্ত হৃতিক
***********************************************************************
হিন্দি সিনেমার দুনিয়ায় অন্যতম ফিট অভিনেতা মনে করা হয় হৃতিক রোশানকে। নিয়মিত শরীরচর্চা, খাবারের সংযমী—সব মিলিয়ে হৃতিক যে অসুস্থ হতে পারেন, তাঁর অনেক ভক্তই বিশ্বাস করেন না। তবে দিন কয়েক ধরে বলিউড পাড়ায় খবর, জটিল রোগে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। হৃতিক নিজে স্পষ্ট করে কিছু না বললেও বিভিন্ন গণমাধ্যমে তাঁর অসুস্থতা নিয়ে খবর প্রকাশিত হয়েছে।

টম ক্রুজ থেকে ড্যানিয়েল ক্রেগ, অন্য অ্যাকশন তারকাদের মতো ক্যারিয়ারজুড়ে চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে হৃতিক রোশনকে। ব্যাং ব্যাং’ ছবির শুটিংয়ের সময় মাথায় আঘাত পান তিনি। তখন মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে। ‘ওয়ার’ সিনেমার শুটিংয়ের সময়ও যে তিনি প্রায় মরতে বসেছিলেন, সে কথাও ছবিটি মুক্তির আগে প্রচারণার সময় জানিয়েছেন তিনি।

হৃতিককে নিয়ে অসুস্থতার খবর ছড়ায় কয়েক দিন আগে, যখন তাঁকে একটি বোন ম্যারো প্রতিস্থাপন কেন্দ্রের বাইরে দেখা যায়। অনেক ভক্তের মনে তখন শঙ্কা জাগে, তাঁদের প্রিয় অভিনেতা কি জটিল কোনো রোগে আক্রান্ত?
হৃতিক কিছু না বললেও তাঁর ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অভিনেতা এক ধরনের জটিল রক্তরোগে আক্রান্ত, যা থেকে মুক্তি পেতে বোন ম্যারো প্রতিস্থাপনের মতো জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে তাঁকে।

তবে প্রকাশ্যে হৃতিককে দেখে তাঁর মধ্যে অসুস্থতার লেশমাত্র বোঝা যায়নি। দিন দুই আগে তিনি ক্যামেরাবন্দী হন মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টের বাইরে। সাবেক স্ত্রী, দুই সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে খাবার খেতে গিয়েছিলেন তিনি।

এ ছাড়া ভারতের প্রখ্যাত সমালোচক ভরদ্বাজ রঙ্গনের ইউটিউব চ্যানেলেও একটি সাক্ষাৎকার দিয়েছেন হৃতিক। সেখানে অন্য নানা প্রসঙ্গের সঙ্গে কথা বলেছেন তাঁর নতুন ছবি ‘অ্যাকশন’-এর চ্যালেঞ্জ নিয়ে। সেখানেও অসুস্থতা নিয়ে কোনো কথা বলেননি।

শোনা যাচ্ছে, শিগগিরই প্রেমিকা সাবা আজাদের সঙ্গে ঘর বাঁধবেন হৃতিক। এ জন্য প্রস্তুতিও শুরু করেছেন তিনি। তাই তাঁর শারীরিক অবস্থা যে আসলে কী, স্বয়ং তিনি মুখ না খুললে সে ধোঁয়াশা পরিষ্কার হবে না।

প্রসঙ্গত, হৃতিকের বাবা অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশান ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসা নিয়ে তিনি এখন সুস্থ আছেন।

Source: প্রথম আলো

image