প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘মিউজিক@ডেস্ক’–এ গাইলেন সায়ান
***********************************************************************
দেড় যুগের বেশি সময় ধরে গান করছেন ফারজানা ওয়াহিদ সায়ান। কথাপ্রধান গানে সামাজিক নানা অসংগতি ও সমসাময়িক বিষয় তুলে এনে শ্রোতা মহলে পরিচিতি পেয়েছেন তিনি। আজ বিকেলে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘মিউজিক@ডেস্ক’-এ সুরের মায়াজাল ছড়ালেন শিল্পী।
ঢাকার প্রথম আলো কার্যালয়ের সপ্তম তলায় বিকেল চারটার দিকে কর্মীদের সামনে আসেন সায়ান। গানে যাওয়ার আগে বলেন, ‘খুব সুন্দর একটি আয়োজন, আমি আন্তরিকভাবে উজ্জীবিত ও কৃতজ্ঞ। এখানে গান করার আনন্দটা অন্য রকম।’
শুরুতেই গাইলেন নিজের আলোচিত গান ‘আমি মুসলমানের মেয়ে’, কথার সঙ্গে তাল মিলিয়ে গিটারে নাচল সায়ানের আঙুল। গান শেষে জোর করতালিতে তাঁকে অভিবাদন জানালেন দর্শকেরা। এরপর পরিবেশন করলেন রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে লেখা গান ‘দুচোখ দিয়েই দেখো’। একে একে ‘জনতার বেয়াদবি’, ‘এটাই আমার রাজনীতি, আমি একা একা হাঁটি’, ‘ও নেতা ভাই’, ‘আবরার ফাহাদ’, ও ‘হঠাৎ করেই চোখ পড়েছে’ পরিবেশন করেন সায়ান।
ধারণ করা আয়োজনটি শিগগিরই প্রথম আলোর অনলাইন, ইউটিউব ও ফেসবুক পেজে প্রচার করা হবে। কাজের ফাঁকে কর্মীদের বিনোদন দিতে প্রথম আলোর নিয়মিত আয়োজন মিউজিক@ডেস্ক। প্রতি মাসে একবার করে এ আয়োজন করে আসছে প্রথম আলো। এর আগে গান শুনিয়ে গেছেন অদিতি মহসিন, হায়দার হোসেন, বাপ্পা মজুমদার, রাহুল আনন্দ, কৃষ্ণকলি ইসলাম, কনক আদিত্য ও ঋতুরাজ বৈদ্য।
Source: প্রথম আলো