অবকাশযাপনে মেক্সিকো গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত ‘প্রিটি ওম্যান’ তারকা
***********************************************************************
কয়েক দিন ধরেই সর্দি-কাশিতে ভুগছিলেন হলিউড তারকা ও মানবাধিকারকর্মী রিচার্ড গিয়ার। এর মধ্যেই স্ত্রীর জন্মদিনে সপরিবার ছুটি কাটাতে মেক্সিকোতে উড়াল দেন। সপ্তাহখানেক ধরে দেশটির সমুদ্র শহর নায়ারিতের এক রিসোর্টে রয়েছেন তাঁরা। সর্দি-কাশি সামলে ভালোই সময় কাটছিল গিয়ারের, এর মধ্যেই তাঁর নিউমোনিয়ার খবর দিয়েছে টিএমজেড।
মেক্সিকোর আবহাওয়ায় সর্দি-কাশি আরও জেঁকে বসেছে, ফলে শরীরও বেঁকে বসেছে। ফলে বিষয়টি আর হালকাভাবে নেননি ৭৩ বছর বয়সী এ অভিনেতা। হাসপাতালে গিয়ে পরীক্ষা–নিরীক্ষায় জানলেন, তাঁর নিউমোনিয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকটা সেরে উঠেছেন তিনি, তাঁকে অ্যান্টিবায়োটিক দিয়েছেন চিকিৎসকেরা।
হাসপাতাল থেকে রিসোর্টে ফিরলেও চিকিৎসকেরা তাঁকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। স্ত্রী আলেজান্দ্রা সিলভির ৪০তম জন্মদিন উদ্যাপন করতে ছেলেকে নিয়ে মেক্সিকো যান গিয়ার। সমুদ্রসৈকতে গিয়ার ও ছেলের সঙ্গে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলেজান্দ্রা। পোস্টে স্ত্রী জানান, প্রায় তিন সপ্তাহ ধরে গিয়ারসহ পরিবারের সবাই অসুস্থ ছিলেন; আপাতত তিনি ভালো বোধ করছেন।
২০১৮ সালে আলেজান্দ্রার সঙ্গে গাঁটছড়া বাঁধেন গিয়ার, দুজনের বয়সের ব্যবধান নিয়ে আলোচনা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘দ্য কটন ক্লাব’, ‘প্রিটি ওম্যান’, ‘রানাওয়ে ব্রাইড’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন গিয়ার। ২০০২ সালে ‘শিকাগো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার পান তিনি।
২০০৭ সালে এইডস নিয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের এসেছিলেন গিয়ার, সেই আয়োজনে বলিউড তারকা শিল্পা শেঠিকে চুমু খেয়ে হইচই ফেলে দিয়েছিলেন গিয়ার। সেই বিতর্ক ভারতের আদালতেও গড়িয়েছিল।
Source: প্রথম আলো
itsian work Itsian
Delete Comment
Are you sure that you want to delete this comment ?