যন্ত্রের বুদ্ধিমত্তায় লেখা জমা নেওয়া বন্ধ করল মার্কিন ম্যাগাজিন ক্লার্কসওয়ার্ল্ড
***********************************************************************
গত বছরের নভেম্বরে বাজারে আসা ওপেন এআইয়ের তৈরি চ্যাটজিপিটি যেকোনো বার্তার উত্তর দ্রুত ও নির্ভুলভাবে দিতে পারে। নিজ থেকে বার্তা, গল্প, নিবন্ধ বা কবিতাও লিখে থাকে। নির্ভুল শব্দচয়ন এবং ভাষা ব্যবহার করায় চ্যাটজিপিটির লেখা মানুষের মতোই হয়ে থাকে। ফলে এরই মধ্যে এআই প্রযুক্তির সাহায্যে লেখার প্রবণতা বেড়েছে। এআই প্রযুক্তিতে লেখার সংখ্যা এতটাই বেড়েছে যে নিজেদের সাময়িকীর জন্য লেখকদের কাছ থেকে লেখা জমা নেওয়াই বন্ধ করে দিয়েছে জনপ্রিয় মার্কিন ম্যাগাজিন ক্লার্কসওয়ার্ল্ড।
বৈজ্ঞানিক কল্পকাহিনি ও ফ্যান্টাসিনির্ভর সাময়িকীটির সম্পাদক নিল ক্লার্ক এক টুইটবার্তায় জানিয়েছেন, শুধু ফেব্রুয়ারি মাসে বিভিন্ন লেখকের জমা দেওয়া গল্পগুলোর মধ্যে ৫০০টির বেশি লেখায় চুরির অভিযোগ পাওয়া গেছে। এআই প্রযুক্তিতে লেখার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় লেখা জমা নেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
উল্লেখ্য, ক্লার্কসওয়ার্ল্ড ম্যাগাজিনে যেকোনো ব্যক্তি বৈজ্ঞানিক কল্পকাহিনি ও ফ্যান্টাসিনির্ভর ছোটগল্প জমা দিতে পারেন। লেখা প্রকাশের পর শব্দপ্রতি ১২ সেন্ট হিসেবে লেখকদের সর্বোচ্চ ২ হাজার ৬৪০ ডলার পর্যন্ত সম্মানী দিয়ে থাকে ম্যাগাজিনটি। ফলে লেখকদের আয়ের পরিমাণ বেশ ভালোই হয়। কিন্তু চ্যাটজিপিটি চালুর পর থেকে এই প্রযুক্তিতে লেখা জমা দিতে থাকেন অনেক নতুন লেখক।
ক্লার্কের তথ্যমতে, আগেও এআই প্রযুক্তির সাহায্যে লিখিত কিছু গল্প জমা হতো ক্লার্কসওয়ার্ল্ড ম্যাগাজিনে। ২০২২ সালে এআই প্রযুক্তিতে লেখা জমা বা অন্যের লেখা নকলের অভিযোগে গড়ে প্রতি মাসে ১০ জন লেখককে নিষিদ্ধ করা হয়। কিন্তু চ্যাটজিপিটি বাজারে আসার পর এ বছরের জানুয়ারি মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০০। আর ফেব্রুয়ারি মাসের প্রথম ২০ দিনেই এ সংখ্যা ৫০০ অতিক্রম করেছে।
ক্লার্ক জানিয়েছেন, আমরা পত্রিকা বন্ধ করছি না। জমা নেওয়া বন্ধ করার অর্থ হলো, আমরা এই সময়ে লেখকদের গল্প বিবেচনা করছি না। আমরা আবার লেখা জমা নেব, তবে তারিখ নির্ধারণ করিনি।
সূত্র: বিজনেস ইনসাইডার
Source: প্রথম আলো