আইওএস এবং ম্যাকওএসে নিরাপত্তা ত্রুটি
***********************************************************************
আইওএস এবং ম্যাকওএসে নতুন ধরনের নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছেন ট্রেলিক্স অ্যাডভান্সড রিসার্চ সেন্টারের নিরাপত্তা গবেষকেরা। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির দাবি, এ ত্রুটির ফলে হ্যাকাররা চাইলেই আইওএস এবং ম্যাকওসের নিরাপত্তাব্যবস্থাকে পাশ কাটিয়ে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করতে পারে।

ট্রেলিক্স অ্যাডভান্সড রিসার্চ সেন্টারের তথ্যমতে, নতুন ঘরানার এ ত্রুটি কাজে লাগিয়ে আইফোন ও ম্যাক কম্পিউটারে ‘উচ্চ পর্যায়ের’ প্রবেশাধিকার পেতে পারেন হ্যাকাররা। এর মাধ্যমে দূর থেকেই ব্যবহারকারীদের আদান-প্রদান করা বার্তা, অবস্থান, কল ইতিহাস এবং ছবি সংগ্রহ করা সম্ভব। আর তাই এ নিরাপত্তা ত্রুটির সমাধান (প্যাচ) দ্রুত উন্মুক্ত করা না হলে সব ধরনের ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে থাকবেন। তবে এখন পর্যন্ত এ ত্রুটি কাজে লাগিয়ে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।

২০২১ সালে গুগল এবং সিটিজেন ল্যাব আইফোনে ‘জিরো ডে’ নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছিল। ত্রুটিটি কাজে লাগিয়ে দূর থেকেই আইফোনে থাকা সব তথ্য সংগ্রহ করতে পারত হ্যাকাররা। বিষয়টি জানতে পেরে দ্রুত নিরাপত্তা ত্রুটির সমাধান করেছিল অ্যাপল। তবে নতুন সন্ধান পাওয়া ত্রুটির বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

সূত্র: টেক ক্র্যাঞ্চ

Source: প্রথম আলো

image