অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অর্থের বিনিময়ে নীল টিক দিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম
***********************************************************************
গত ১৯ ফেব্রুয়ারি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন বা গ্রাহকসেবা চালু করা হবে। মার্ক জাকারবার্গের ঘোষণার সপ্তাহ না ঘুরতেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অর্থের বিনিময়ে নীল টিকসুবিধা চালুর কার্যক্রম শুরু করেছে মেটা। পরীক্ষামূলক এ উদ্যোগের আওতায় প্রতি মাসে নির্দিষ্ট ফি প্রদান করে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে নীল টিক ব্যাজ, অ্যাকাউন্ট যাচাইকরণসহ বিভিন্ন সুরক্ষাসুবিধা পাওয়া যাবে।
বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় ‘মেটা ভেরিফায়েড’ নামের এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেটা। ভেরিফায়েড সুবিধা পেতে ওয়েব সংস্করণে প্রতি মাসে ১২ মার্কিন ডলার এবং আইওএস সংস্করণে ১৫ মার্কিন ডলার ব্যয় করতে হবে। এর মাধ্যমে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার পাশাপাশি বাড়তি নিরাপত্তাসুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ব্যবহারকারীর। তবে পরীক্ষামূলকভাবে চালু হওয়ায় দেশ দুটিতে বসবাসকারী অনেকেই এখনো আগের মতো বিনা মূল্যে নীল টিকসুবিধা ব্যবহার করতে পারছেন।
মেটার এক মুখপাত্র জানান, ফেসবুক ও ইনস্টাগ্রামের মেটা ভেরিফায়েড কার্যক্রম পর্যায়ক্রমে চালু করা হবে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সাত দিনের মধ্যেই সবার জন্য এ সুবিধা চালু করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য দেশে সুবিধাটি চালু করা হবে।’
সূত্র: এনডিটিভি
Source: প্রথম আলো