Ever Green
আমরা এখনই অবসর নিচ্ছি না: সালমান খান
***********************************************************************
তরুণ অভিনেতারা সবাই পরিশ্রমী, মনোযোগী ও প্রতিভাবান। কিন্তু বলিউড ইন্ডাস্ট্রির পাঁচ তারকা আমি, শাহরুখ খান, অজয় দেবগন, অক্ষয় কুমার ও আমির খানের সঙ্গে দৌড়াতে গেলে তাঁরা ক্লান্ত হয়ে যাবেন। এখনই নতুন এই প্রজন্মকে জায়গা ছেড়ে দিচ্ছি না।’ গতকাল একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নতুন প্রজন্ম নিয়ে এসব কথা বলেন সালমান খান।
৬৮তম ফিল্মফেয়ার সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন সালমান খান। এ উপলক্ষে মুম্বাইতে আয়োজন হয় এক সংবাদ সম্মেলনের।
সেখানে উপস্থিত হয়েছিলেন সালমান খান। সেখানে তিনি কথা বলেন বলিউডের বিভিন্ন বিষয় নিয়ে। নতুন প্রজন্মকে কখন মঞ্চ ছেড়ে দিচ্ছেন, জানতে চাইলে সালমান জানান, ‘আমরা এখনই অবসর নিচ্ছি না।’
সালমান খান আরও বলেন, ‘আমরা সহজে হাল ছাড়ছি না। আমাদের সিনেমা দর্শক পছন্দ করেন। তাঁরা পর্দায় আমাদের দেখতে চান। তাই আমরা আমাদের সিনেমার পারিশ্রমিক বাড়াই।’ অন্যদিকে তরুণ অভিনেতাদের নিয়ে সালমান বলেন, ‘তরুণ অভিনেতারা আমাদের সঙ্গে পাল্লা দিয়ে পারিশ্রমিক বাড়ান। কিন্তু দর্শক তাঁদের সিনেমা না দেখে আমাদের সিনেমা দেখতে হলে আসেন।’
শাহরুখ খানের ‘পাঠান’ বক্স অফিসে ঝড় তুলেছে। এই সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে সালমান খানকে। সালমান অভিনীত ‘কিসিকা ভাই কিসিকা জান’ মুক্তি পাবে এই ঈদে। সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। এ ছাড়া সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার ৩’ মুক্তি পাবে দিওয়ালিতে।
Source: প্রথম আলো
Dristy Akter
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?