বিজ্ঞান: বিস্ময়কর তথ্য,,
* একটি জাম্বো জেটে যে পরিমাণ জ্বালানি থাকে, তা দিয়ে একটি সাধারণ গাড়ি চারবার পৃথিবী ঘুরে আসতে পারবে।
* মহাশূন্যে এমন এক পানির আধার ভাসমান অবস্থায় আছে যা সূর্যের তুলনায় ১ লাখ গুণ বড় এবং সেখানে আছে পৃথিবীর সব মহাসাগরে থাকা পানির তুলনায় ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি পানি।
* প্রশান্ত মহাসাগরে এমন একটি আবর্জনার স্তূপ ঘূর্ণায়মান আছে যার আকার টেক্সাস শহরের সমান।
* ইউরেনাস এবং নেপচুনে ডায়মন্ড বৃষ্টি হয়।
* মানুষের মস্তিষ্ক যদি কম্পিউটার হতো, তাহলে এটি প্রতি সেকেন্ডে ৩৮ হাজার ট্রিলিয়ন কমান্ডের সমাধান দিতে পারত। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালি সুপারকম্পিউটার ব্লুজিন এর মাত্র ০.০০২ শতাংশ কাজ করতে পারে।