বর্ষাকালে চুলের সজীবতা ফেরায় নারকেল তেল

বর্ষাকালে ত্বক-চুলের সজীবতা অনেকটা কমে যায়। কারণ এ সময় বাতাসে আর্দ্রতা বাড়ে। এর প্রভাব পড়ে চুল-ত্বকের উপর। এই

বর্ষাকালে ত্বক-চুলের সজীবতা অনেকটা কমে যায়। কারণ এ সময় বাতাসে আর্দ্রতা বাড়ে। এর প্রভাব পড়ে চুল-ত্বকের উপর। এই মৌসুমে অল্প সময়ের মধ্যেই চুল চটচটে হয়ে যায়। খুশকির সমস্যাও বাড়ে। বৃষ্টিভেজা এই সময়ে বিশেষ ভাবে চুলের যত্ন নিতে হয়।

এই সময়ে নানা উপায়ে চুলের যত্ন নেওয়ার কথা বলা হয়। তবে যে অভ্যাসটি সবাই প্রায় ভুলতে বসেছেন তা হচ্ছে নারকেল তেলে ব্যবহার। গোসলের দশ মিনিট আগে ভালোভাবে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলে চুলের সজীবতা ফিরে আসবে।

তবে তেল মাথায় নিয়ে বেরোতে হবে না। শ্যাম্পু দেওয়ার আগে যদি নারকেল তেল দিয়ে মাসাজ করে নেওয়া যায়, তবে তা কন্ডিশনারের কাজ করে। শুধু চুল নয়, মাথার তালুও যত্নে থাকে। শ্যাম্পুর পরে কন্ডিশনার দেওয়ার একটা অসুবিধাজনক দিক আছে এই সময়ে। কন্ডিশনার যদি ভাল ভাবে না ধোয়া হয়, তবে চুল চটচটে হয়ে যেতে পারে।  তাই নারকেল তেল দিয়ে আগেই সে কাজ সেরে ফেলা ভাল।

বর্ষাকালে চুলে নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে শুষ্ক ভাব কমে। এতে চুল পড়ার সমস্যায় খানিকটা নিয়ন্ত্রিত হয়। তেল ভাল ভাবে ম্যাসাজ করা গেলে খুশকির সমস্যাও কমতে থাকে। নারকেল তেল দিয়ে মাথা মাসাজ করার পরে হালকা গরম পানি দিয়ে গোসল করুন। এতে সবচেয়ে ভাল ফল মেলে।


Linkeei Official

192 ब्लॉग पदों

टिप्पणियाँ