যে কোনও সময়েই চোখ সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। তবে বর্ষাকালে যেহেতু সংক্রমণের হার বাড়ে সে কারণে এই সময় চোখের যত্ন নেওয়া বেশি জরুরি।
বর্ষাকালে অনেকের কনজাংটিভাইটিস হয় । তা ছাড়াও কর্নিয়াল আলসার এবং অন্যান্য সংক্রমণের ঝুঁকিও বাড়ে।
কীভাবে এই সময়ে চোখের যত্ন নেবেন?
১. বর্ষাকালে রোদের তেজ অনেক সময়েই কম থাকে। কিন্তু তার মানে এই নয় যে, রোদচশমা পরা ছেড়ে দেবেন। ধুলাবালির কারণে নানা ধরনের জীবাণু ঘোরে। এসব চোখে এসে লাগতে পারে। ফলে দিনের বেলা পথে বেরোলে রোদচশমা ব্যবহার করা জরুরি।
২. রাস্তায় যে কোনও জায়গায় পানি দিয়ে চোখ-মুখ ধোবেন না। চোখে পানি দিতে হলে আগে হাত পরিষ্কার করে নিন। তারপর চোখে দেওয়ার জন্য পরিষ্কার পানি ব্যবহার করুন।
৩. চোখের যে কোনও ধরনের রোগ সংক্রামক। ফলে এ সময়ে কারও সঙ্গে তোয়ালে বা রুমাল ভাগ করে ব্যবহার করবেন না। বাড়িতেও সকলে আলাদা তোয়ালে ব্যবহার করুন।
Linkeei Official
192 Blog posts