কোটি নয়, শব্দটা হবে 'কটি'। কটি সংস্কৃত শব্দ, যার প্রকৃত অর্থ হচ্ছে 'প্রকার' এবং দেবতা শব্দের অর্থ 'শক্তি'। বাংলা এবং সংস্কৃত মিলিত হয়ে ৩৩ কোটি দেবতা হয়ে গেছে। বেদ অনুযায়ী, প্রকৃতির শক্তির দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হয়। সেই শক্তিকে ৩৩ ভাগে ভাগ করা হয়েছে। ৩৩ প্রকার শক্তি অর্থাৎ ৩৩ প্রকার দেবতা। অন্য ধর্মাবলম্বীরা তো বটেই খোদ অনেক হিন্দুরাই জানেন না বিষয়টা, তাই একটি ভুল ধারণা সম্পর্কে অবগত করার জন্যই এই পোস্ট, কোনো বিশেষ ধর্মকে সিম্প্যাথি দেখানো কিংবা হেইট করার জন্য নয়।
আরো দেখুনঃ সেরা ১০টি ইসলামিক বই