থানাহাজতে বন্দি চোরের সঙ্গে কথা বলতে এসেছেন মাতাল গৃহকর্তা—
ওসি: চোরের সঙ্গে খোশগল্প করার জায়গা তো এটা না, সাহেব!
গৃহকর্তা: আমি তাকে শুধু একটি প্রশ্ন করবো ওসি সাহেব। শুধু একবার কথা বলার সুযোগ দিন, প্লিজ!
ওসি: ব্যাটাকে কিছুক্ষণের মধ্যেই আদালতে চালান করা হবে। যা জিজ্ঞেস করার সেখানেই জিজ্ঞেস করবেন। কী জানতে চান আপনার উকিলকে বলে রাখুন।
গৃহকর্তা: সবকথা আদালতে জিজ্ঞেস করা যায় না ওসি সাহেব! শুধু একটি প্রশ্নের উত্তর জানা দরকার আমার...
ওসি: কী এমন প্রশ্ন? বলেন, আগে আমাকেই বলেন দেখি!
গৃহকর্তা: প্রশ্ন একটাই- ব্যাটা আমার বউকে না জাগিয়ে কীভাবে ঘরে ঢুকলো! গত ২০ বছর ধরে চেষ্টা করে ব্যর্থ হচ্ছি। এখন এই কৌশল আমার জানতেই হবে যত টাকা লাগে দেব চোরকে।
Beğen
Yorum Yap
Paylaş