শেষ চিঠি নিয়ে আমার অনেক কিছু লেখার আছে এখনো....কি লিখবো কখন লিখবো কিছুই বুঝে উঠতে পারিনা...কিন্তু তাই বলে মুক্তি পাওয়ার ৫০ দিন এর মাথায় এত বড় স্বীকৃতি পাবো আসলেই ভাবিনি😊....
শুধু আমিই না আমার সহকর্মী ইয়াশ রোহান ও নমিনেশন পেয়েছে শেষ চিঠির জন্য👏....আমার কাছে এইটাই অনেক বড় প্রাপ্তি❤️....আর Sumon Dhar সব কিছু তোমার জন্যই সম্ভব হলো অনেক অনেক ভালোবাসা তোমার জন্য🖤

⚠️ অনলাইন ভোট দেওয়ার নিয়ম:

▪️মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২(জানুয়ারি-জুন)-এ ভোট দিতে এই সাইটে সাইন আপ করতে হবে। আপনার নাম, ই-মেইল, ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করার পর আপনার ই-মেইলে একটি লিংক যাবে । লিংকে ক্লিক করে ই-মেইল ভেরিফাই করতে হবে। পরবর্তী পর্বে ভোট দিতে শুধু সাইন ইন করে ভোট দিতে পারবেন।

▪️একজন অনলাইন পাঠক প্রতি পর্বে একটি একাউন্ট থেকে একটি করে ভোট দিতে পারবেন।

▪️২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোন তারকার কোন কাজটি ভালো লেগেছে তাতে টিক(✓) চিহ্ন দিন।

▪️প্রতিটি ক্যাটাগরি থেকে একজন করে নির্বাচন করে ভোট দিন।

▪️ভোট দেয়ার শেষ সময় ৩১ জুলাই ২০২২।

image