হারিয়ে যাওয়া বিকেল মানেই শৈশব-কৈশোরের ফেলে আসা সোনালী সময়, যা স্মৃতির পাতায় হাতছানি দিয়ে ডাকে। সেই অলস দুপুর, খেলার মাঠ, বন্ধুদের সাথে আড্ডা আর অবাধ স্বাধীনতার দিনগুলো আর কখনোই ফিরে আসবে না। যান্ত্রিক জীবনের ভিড়ে সেই হারিয়ে যাওয়া বিকেলগুলোই মানসিক প্রশান্তি দেয়।
বিকেল হলো দিনের শেষ আর রাতের শুরুর এক মোহময় সংযোগস্থল। যে গোধূলি বিকেল আমরা দেখি, সেটি একেবারেই অনন্য, এবং আমাদের স্বর্গীয় অনুভূতি দিয়ে থাকে। দিনের শেষ বিকেলটা যেমন অপরূপ, তেমনি এর সঙ্গে জড়িয়ে থাকে এক ধরনের হালকা বিষণ্ণতা।
⏰Time: 05:30 PM
🗓Date: 16-09-2016
⛺Location: Gozaria Road, Salfa, Sherpur, Bogura
📸iStudio Photography