ইউক্রেন রাশিয়ার সামরিক আগ্রাসনের খবর আর ছবি দেখতে দেখতে আমি ভাবছিলাম গান, কবিতা, নাটক লেখা হয়েছে পারফর্ম হয়েছে। কিন্তু যুদ্ধ বন্ধ হচ্ছে কই ?ঠিক যেভাবে সাহিত্য-শিল্প, সংগীত, সিনেমা সমাজ ও রাষ্ট্রকে বদলাতে পারে না ঠিক তেমনি যুদ্ধ বন্ধ করতে পারে না। কারণ পরিবর্তনের ধারাবাহিকতায় অনেক শুভবোধের সাথে হিংসা-বিদ্বেষ ঘৃণা কতৃত্ববাদ অবদমন শোষনের ইচ্ছার মতো অনেক অসুভ বোধ সামান্তরালে চলে এসেছে। তাই যুদ্ধ বন্ধ হলেও রক্তপাত বন্ধ হয় না।সেই যোদ্ধারা অস্ত্রহাতে ও মগজে নিয়ে ঘুরতে থাকে। ক্ষমতা আর রক্তপাতের নেশায় তারা উন্মত্ত হয়ে পরে শিল্প, সাহিত্য, সঙ্গীত, সিনেমার কাজ সেই উন্মত্ততা কে ধারণ করা, তাকে মহিমান্বিত করা না। বরং মানুষের আবেগ সংবেদনশীল অংশগুলোকে নাড়া দেওয়া। যাতে মানুষ বুঝতে পারে, আলাদা করতে পারে, তার নিজের শুভবোধ গুলো থেকে...