কাঁটা মুকুট বা ইউফরবিয়া মিলি (বৈজ্ঞানিক নাম: Euphorbia Milii) হচ্ছে সপুষ্পক উদ্ভিদের ইউফরবিয়া গণের একটি প্রজাতি। এদের আদি নিবাস মাদাগাস্কার। এই গাছ পানি ও সরাসরি সূর্যের আলো পছন্দ করে। তাই নিয়মিত পানি দিতে হবে। গাছ দ্রুত বৃদ্ধির জন্য পুরনো ও বাদামী পাতা, পাতাছাড়া ডাল কেটে ফেলতে হবে। কাঁটা ফুলের রস মাঝারি বিষাক্ত এবং ত্বক বা চোখের সংস্পর্শে এলে জ্বালা-পোড়া করে। এটি ঘোড়া, গরু, বিড়াল এবং কুকুরের মতো পোষা প্রাণীদের জন্য খুবই বিষাক্ত। মানুষের জন্য এটি হালকা বিষাক্ত এবং কেবল জ্বালা-পোড়া সৃষ্টি করে।
⏰Time: 05:51 PM
🗓Date: 05-03-2025
⛺Location: Dhunut More, Sherpur, Bogura
📸iStudio Photography
