মোবাইলে অটো ব্রাইটনেস কেন ব্যবহার করবেন
বর্তমান মোবাইল গুলোতে ফিচারের কোনো অভাব নেই । যত আপডেট ভার্সন তত বেশি নতুন নতুন ফিচার । তেমনি একটি নতুন ফিচার হলো অটো ব্রাইটনেস ।
অটো ব্রাইটনেসের বড় সুবিধা হলো এটি অন থাকলে আপনি রোদে গেলে ফোন রোদের মধ্যে ধরলে অটোমেটিক ব্রাইটনেস বাড়তে থাকবে । দেখা যায় আমরা প্যান্টের পকেট বা ব্যাগের মধ্যে করে মোবাইল বাইরে নিয়ে যায় ।
তখন যে কেউ কল দিতে পারে বাইরে বের করার সাথে সাথে কোনো কিছু দেখা যায় না আলোর অভাবে । কিন্তু অটো ব্রাইটনেস অন থাকলে মোবাইল প্যান্টের পকেট থেকে বের করার সাথে সাথে আলো বাড়তে থাকবে ।
এই সুবিধা পাওয়ার জন্য আপনার ফোন একটু আপডেট ভার্সন হতে হবে । তারপর সেটিং এ গিয়ে বের করবেন Display & Brightness বা সেটিং এর মধ্যে সার্চ অপশন থাকলে সার্চ দিতে হবে ।
সার্চ দিবেন Auto brightness লিখলেই চলে আসবে । এখান থেকে Auto brightness অন করে নিলেয় কাজ হবে ।