প্রবীণ শিক্ষক তার বহু পুরোনো খাতাটি থেকে নোট ডিকটেশন দিচ্ছেন। সবাই মনোযোগের সঙ্গে লিখে নিচ্ছে। শুধু একটি ছেলে কোণের দিকে নির্বিকারভাবে বসে আছে।
শিক্ষক: কী ব্যাপার, তুমি নোট নিচ্ছ না যে?
ছাত্র: দরকার নেই, স্যার।
শিক্ষক: দরকার নেই! কেন?
ছাত্র: আব্বার নোট খাতা আমি খুঁজে পেয়েছি, স্যার। তিনিও আপনার ছাত্র ছিলেন।