Linkeei Linkeei
    #best #tructiepbongda #bongdatructuyen #software #xembongda
    Advanced Search
  • Login
  • Create a new account or Register

  • Night mode
  • © 2025 Linkeei
    About • Directory • Contact Us • Developers • Privacy Policy • Terms of Use • Refund • Linkeei App install

    Select Language

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Watch

Watch Reels Movies

Events

Browse Events My events

Blog

Browse articles

Market

Latest Products

Pages

My Pages Liked Pages

More

Forum Explore Popular Posts Games Jobs Offers
Reels Watch Events Market Blog My Pages See all

Discover posts

Posts

Users

Pages

Group

Blog

Market

Events

Games

Forum

Movies

Jobs

Magazine
Magazine
3 yrs

নতুন কৃতির সন্ধানে
***********************************************************************
গত জানুয়ারিতে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’-এর ট্রেলারকে টপকে ভারতে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে পৌঁছে যায় কৃতি শ্যানন-কার্তিক আরিয়ান অভিনীত ‘শেহজাদা’র ট্রেলার। পরে ছবিটির গান মুক্তির পরও ব্যাপক জনপ্রিয়তা পায়। মিমি-তে অন্তঃসত্ত্বার চরিত্রে অভিনয়ের পর ‘শেহজাদা’য় তাঁর গ্ল্যামারস লুক ভক্তদের মন জয় করে নেয়। কৃতি বলছেন চমকের এই শুরু; চলতি বছর নানা বৈচিত্র্যময় চরিত্রে হাজির হবেন তিনি।

ভবিষ্যতে মুক্তির অপেক্ষায় থাকা কৃতির সিনেমাগুলোর মধ্যে যেমন আছে পুরোপুরি বাণিজ্যিক ধারার ছবি, তেমনই আছে ভিন্ন ধারার কাজও। ২০২৩ সালে নিজের কাজ নিয়ে কৃতি বলেন, ‘দর্শকেরা এবার আমার নতুন এক সংস্করণ দেখতে পাবেন। শুরুটা হবে গ্ল্যামারাস লুক দিকে (‘শেহজাদা’)। এরপর আছে আমার সবচেয়ে বড় সিনেমা ‘আদিপুরুষ’। যে ছবিটি নিয়ে আমি সবচেয়ে গর্বিত। এ ছাড়া গণপথ আছে, যেখানে প্রথমবারের মতো আমাকে অ্যাকশন চরিত্রে দেখা যাবে। চরিত্রটিতে মানিয়ে নিতে বাইক, অস্ত্র চালানোসহ অনেক কিছুই শিখেছি।’

নতুন ছবির সহকর্মীদের নিয়েও দারুণ রোমাঞ্চিত কৃতি। অভিনেত্রী বলেন, ‘শহীদ কাপুরের সঙ্গে রোমান্টিক ছবি করছি; প্রথমবারের মতো আমাদের জুটি দেখবেন দর্শক। এ ছাড়া তিন নারীর গল্প নিয়ে সিনেমা দ্য ক্রুতে আছেন টাবু, কারিনা কাপুর খানের মতো শিল্পীরা। সব মিলিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা।’

নতুন ছবি মুক্তির আগে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চরিত্র নির্বাচনপ্রক্রিয়া নিয়েও কথা বলেন কৃতি। তিনি জানান, কোনো সিনেমা করতে রাজি হওয়ার আগে তিনি পরিচালক, সহ-অভিনেতার চেয়ে নিজের চরিত্র নিয়েই বেশি মাথা ঘামান। কৃতি বলেন, ‘প্রতিটি সিনেমার চরিত্র যেন ভিন্ন ভিন্ন হয়, এটা মাথায় থাকে। কয়েক বছর ধরেই এ নিয়মে কাজ করছি। “বেরেলি কি বরফি”তে আমার চরিত্র ছিল ছোট শহরের এক তরুণীর। “পানিপথ” আবার ইতিহাসনির্ভর সিনেমা। আর মিমির কথা যদি বলেন, ছবিটি আমাকে ক্যারিয়ারের পরের ধাপে পৌঁছে দিয়েছে। এক সিনেমা থেকে অন্য সিনেমায় নিজেকে বদলাতে না পারলে তো স্থবির হয়ে যাব।’

আপাতত কৃতি আছেন আগামী শুক্রবারের অপেক্ষায়, যেদিন মুক্তি পাবে ২০২৩ সালে তাঁর প্রথম সিনেমা ‘শেহজাদা’। কার্তিক আরিয়ানের সঙ্গে ছবিটি একটি দক্ষিণি সিনেমার রিমেক। আগে কৃতি ও কার্তিক জুটি ‘লুকাচুপি’র মতো হিট দিয়েছিলেন। কৃতির আশা এবারও ২০১৯-এর পুনরাবৃত্তি হবে।

Source:. প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

সমকামী চরিত্রে অভিনয় নিয়ে যা বললেন ভূমি
***********************************************************************
সামাজিক বার্তা আছে, এমন সিনেমাতেই তাঁকে বেশি দেখা যায়। ‘দম লাগাকে হেইসা’, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘বালা থেকে বাধাই দো’—ভূমি পেদনেকরের ক্যারিয়ারে আলো ফেললেই তা বোঝা যায়। অভিনেত্রী নিজেই এবার বললেন সিনেমা দিয়ে সমাজে প্রভাব রাখতে চান তিনি।

২০২২ সালের ১১ ফেব্রুয়ারি মুক্তি পায় ভূমি পেদনেকর ও রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘বাধাই দো’। ছবিটিতে কমেডির মোড়কে সমকামীদের অধিকার নিয়ে বার্তা উঠে এসেছে, নিজেও একটি সমকামী নারীর চরিত্রে অভিনয় করেছিলেন ভূমি। ছবিটির এক বছর পূর্তি উপলক্ষে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার সঙ্গে কথা বলেছেন ভূমি, ‘আমরা ভারতে সমকামীদের অধিকার নিয়ে সোচ্চার হতে চেয়েছি।’

ভূমি আরও বলেন, ‘আমি নিজেকে কখনো কেবল অভিনয়শিল্পী মনে করি না। আমার কাছে যখন চলচ্চিত্রের মতো এত বড় একটা মাধ্যম আছে, সেটার মাধ্যমে অনেক বার্তাই দেওয়া যায়। আমি বরাবরই নিজের ছবির মাধ্যমে সমাজ-সংস্কৃতিতে প্রভাব রাখতে চাই। অভিনয় মানে আমার কাছে দর্শকের সঙ্গে কথা বলা। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’

সমালোচকদের প্রশংসা জুটলেও প্রেক্ষাগৃহে তেমন একটা ব্যবসা করতে পারেনি ‘বাধাই দো’। তারপরও ছবিটি ভূমির হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে আছে, ‘সমকামীদের মধ্যে আমার অনেক বন্ধু-স্বজন আছেন। তাঁদের গল্প যখন শুনি, নিজেকে অসহায় মনে হয়। তাঁদের গল্প কীভাবে সবাইকে জানাব, এ নিয়ে ভাবতে থাকি। “বাধাই দো”তে কিছুটা হলেও সেটা করতে পেরেছি।’

যে উদ্দেশ্য নিয়ে ছবিটি করেছিলেন, তাতে তিনি সফল বলেও মনে করেন ভূমি, ‘ছবিটি মুক্তির সময় কোভিডের কারণে আসনসংখ্যা অর্ধেক রাখতে হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিলে দর্শকের কাছ থেকে যথেষ্ট সাড়া পেয়েছি। কয়েক মাস পরে বিশ্বজুড়ে ওটিটিতে যখন মুক্তি পেল, তখন ছবিটি ব্যাপক সাড়া ফেলে।’

চলতি বছর ভূমি পেদনেকরকে ছয়টি সিনেমায় দেখা যাবে। ভূমি বলেন, ‘সিনেমাগুলোয় শক্তিশালী নারী চরিত্রে আমাকে দেখা যাবে। অভিনেত্রী হিসেবে এর চেয়ে বেশি আর কী চাই!’ ২০২৩ সালে ভূমিকে দেখা যাবে ‘ভেদ’, ‘দ্য লেডিকিলার’, ‘আফওয়া’, ‘ভক্ষক’, ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ইত্যাদি সিনেমায়।

Source:. প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

৪০ লাখ টাকার সঙ্গে আর যা পেলেন ‘বিগ বস’ বিজয়ী
***********************************************************************
সালমানের হাত থেকে হাসিমুখে ট্রফিএক ঝাঁক প্রতিযোগী। প্রায় চার মাস চার দেয়ালে বন্দী। ভাব, ভালোবাসা, বন্ধুত্ব, পরনিন্দা, লড়াই, ঝগড়া, এমনকি হাতাহাতি—এই চার দেয়ালের অন্দরে। এটা ‘বিগ বস’ হাউসের অত্যন্ত চেনা ছবি। এবারের ‘বিগ বস’-এর আসরও সব মিলিয়ে জমজমাট ছিল। কে হবেন ‘বিগ বস ১৬’-এর বিজয়ী, তা নিয়ে শুরু থেকে ছিল তুমুল উত্তেজনা। অবশেষে সেই উত্তেজনার অবসান হলো। গতকাল রোববার গভীর রাতে কালার্স চ্যানেলের বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস ১৬’-এর জয়ীর নাম ঘোষণা করলেন অনুষ্ঠানের সঞ্চালক বলিউড তারকা সালমান খান। সেরার মুকুট উঠল হায়দরাবাদের র‍্যাপার এমসি স্ট্যানের মাথায়।

রাত যত গভীর হচ্ছিল উত্তেজনা তত বাড়ছিল। ‘বিগ বস ১৬’-এর অন্তিম লড়াইয়ে টিকে তখন তিন প্রতিযোগী—এমসি স্ট্যান, প্রিয়াঙ্কা চাহার চৌধুরী ও শিব ঠাকরে। সেরার দৌড়ে মোটেও এমসি স্ট্যানের নাম ছিল না। ‘বিগ বস ১৬’-র কালোঘোড়া ছিলেন প্রিয়াঙ্কা ও শিব। বিশেষ করে এই রিয়েলিটি শোর শুরুর দিন থেকে ধীরে ধীরে প্রিয়াঙ্কা দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু শেষ লড়াইয়ে হেরে গেলেন রাজস্থানের এই কন্যা। এই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন প্রিয়াঙ্কা। কিন্তু তাতে মোটেও ভেঙে পড়েননি এই তরুণী। ‘বিগ বস ১৬’-র তৃতীয় স্থান পেয়েই তিনি খুশি।

বলিউড সুপারস্টার সালমানের হাত থেকে হাসিমুখে ট্রফি নিয়ে প্রিয়াঙ্কা বললেন, ‘বিগ বস ১৬’ জিততে না পারায় কোনো আক্ষেপ নেই। মানুষের হৃদয়ে জায়গা করতে পেরেছি, আর এতেই আমি খুশি’। প্রিয়াঙ্কা ভেবেছিলেন শিব ঠাকরের সঙ্গে তাঁর কড়া টক্কর হবে। তিনি বলেন, ‘এই প্রতিযোগিতায় শিবের জয়ী হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু এমসি স্ট্যানকে আমি বেশি পছন্দ করি। তাই তাঁর জয়ে আমি খুশি।’

অনেক নাটকীয় মুহূর্ত। টান টান উত্তেজনা। অবশেষে শিব ও এমসি স্ট্যানের লড়াই শেষ হলো। সালমান হায়দরাবাদের র‍্যাপার এমসি স্ট্যানের হাতে তুলে দিলেন ‘বিগ বস ১৬’-এর ট্রফি। শুধু ট্রফিই নয়, ৩১ লাখ ৮০ হাজার রুপি পকেটে পুরলেন এমসি স্ট্যান। সঙ্গে পেলেন একটি গাড়ি। সব মিলিয়ে দারুণ উচ্ছ্বসিত এই হায়দরাবাদি তরুণ, ‘প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। ভেবেছিলাম সালমান স্যার রসিকতা করছেন। কিন্তু তিনি যখন আমাকে বুকে টেনে নিলেন, তখন এসব কিছু সত্যি বলে মনে হয়েছিল। এ এক এমন অনুভব, যা ভাষায় প্রকাশ করতে পারব না।’

এবারের ‘বিগ বস’-এর আসরে সবচেয়ে ‘খাঁটি’ মানুষটি ছিলেন এমসি স্ট্যান। আসরটিতে আজ বন্ধু, আবার কাল তাঁকেই পিঠে ছুরি চালাতে দেখা যায় হরহামেশাই। ‘বিগ বস’-এর ট্রফি জিততে সময়ে–অসময়ে রং বদলান প্রতিযোগীরা। কিন্তু এমসি স্ট্যান আর সবার চাইতে আলাদা। তিনি তাঁর রণনীতি থেকে একটুও সরেননি। সোজা কথা সোজাভাবে বলায় অনেকেরই অপ্রিয় ছিলেন এমসি। তাঁর এসব গুণই তাঁকে সেরার শিরোপা দিয়েছে বলে অনেকেরই ধারণা।

এমসি নিজেকে ‘বস্তি কা হস্তি’ বলে দাবী করেন। দারিদ্রতার সঙ্গে লড়াই করে তিনি এই জায়গায় পৌঁছেছেন। এই রিয়েলিটি শোটির একদিকে আকর্ষণ ঘরের ভেতরের রোমান্স ও কোন্দল। অন্যদিকে ‘বিগ বস’-এর মুখ্য আকর্ষণ যে ভাইজান তথা সালমান খান তা বলার অপেক্ষা রাখে না। এই বলিউড সুপারস্টার বছরের পর বছর ধরে ‘বিগ বস’-এর সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন। তাই প্রতিবছর এই রিয়েলিটি শো-টি ঘিরে উন্মাদনা থাকে তুঙ্গে।

Source:. প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

হ‌ুমায়ুন ফরীদি বলতেন ‘শত্রুকে বধ করার জন্য আমার “হাসি টুকু” অস্ত্র হিসেবে ব্যবহার করি’
***********************************************************************
বিভিন্ন সাক্ষাৎকার কিংবা ব্যক্তিগত আলোচনায় জীবন নিয়ে নিজের উপলব্ধির কথাগুলো অনায়াসে বলতেন হ‌ুমায়ুন ফরীদি। তাঁর কথাগুলো কে কীভাবে নেবেন, সেসব চিন্তা করতেন না। তিনি কখনোই কারও সঙ্গে নিজেকে মেলাতেন না। তিনি ছিলেন স্বতন্ত্র, যেন নিজেই একটি প্রতিষ্ঠান। কালক্রমে প্রিয় অভিনেতার জীবনযাপন, প্রেম–ভালোবাসার সম্পর্কের সেসব কথায় থাকত জীবনকে বদলে দেওয়ার মতো অনেক উপাদান। ভক্তরা এখনো তাঁকে সেসব উক্তি দিয়ে শ্রদ্ধা জানান। নিরলস পরিশ্রমী ও জীবনের সঙ্গে আপসহীন এই তারকার আজ মৃত্যুবার্ষিকী। চলে যাওয়ার ১১ বছর।

বললে মোটেও বাড়াবাড়ি হবে না, হ‌ুমায়ুন ফরীদির মতো অভিনেতা কালেভাদ্রে জন্ম নেন। তাঁরা বেঁচে থাকেন কাজ দিয়ে, ভালোবাসা ও জীবনের দার্শনিক চিন্তা দিয়ে। ক্যারিয়ারে তুমুল আলোচনায় থাকলেও জীবনের শেষ দিনগুলো তিনি দর্শক, সহকর্মীদের থেকে কিছুটা দূরে ছিলেন। অভিনয়ে কিছুটা অনিয়মিত ছিলেন। তবে নিজের মতোই সময়গুলো কাটাতেন। এই সময় তিনি উপলব্ধি করেছেন যাঁদের বেশি ভালোবেসেছিলেন, তাঁরাই একসময় দূরে সরে গিয়েছেন। কিন্তু কখনোই তিনি জীবনে হোঁচট খাননি। এসব মানসিক আঘাত তাঁকে কোনো কিছু থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি যখন যাঁকে আঁকড়ে ধরতে চেয়েছি, সে আমাকে ফেলে গেছে। আমাদের জীবনেও প্রায়ই এমনটা হয়। যাঁদেরকে আমরা একান্তই খুব কাছের মানুষের মতো প্রাধান্য দিই। নিয়তির দোষে তাঁদের সঙ্গেই আমাদের বেশি ছাড়াছাড়ি হয়। তারপরও জীবন চলে যায় তার নিয়মে।’

ব্যক্তিগত জীবনে আলোচনা–সমালোচনা থাকলেও সেগুলো নিয়ে অগোচরে দর্শক ও সহকর্মীরা নানা কথা বলতেন। সেসব কথা হ‌ুমায়ুন ফরীদির কানে আসত। সেগুলো নিয়ে তিনি হাসিমুখে বলতেন, ‘আমি আমার শত্রুকে বধ করার জন্য আমার “হাসি টুকু” অস্ত্র হিসেবে ব্যবহার করি। মানুষ পেছনে অনেক কিছু বলে, এটাই নিয়তি।’ এ ছাড়া প্রায়ই তাঁকে শুনতে হতো আপনি মানুষ হিসেবে বদলে গিয়েছেন। সেসব প্রসঙ্গে প্রিয় তারকার উল্টো প্রশ্ন ছিল, ‘আমি বদলায়নি তবে আমি কি মানুষ নই?’

শেষের দিকে অভিনয় কম করলেও তিনি ব্যস্ত থাকতেন বই নিয়ে। নিয়মিত বই পড়তেন। শৈশব থেকে বইয়ের প্রতি ভালোবাসা ছিল এই তারকার। এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম প্রেমের অনুভূতি পেয়েছেন বই পড়ে। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র পড়ে। বয়স বাড়ার সঙ্গে সেই প্রেম-জীবনের অনুভূতিগুলো বদলে গেছে। নানা ঘাতপ্রতিঘাতে তিনি স্বয়ংসম্পূর্ণ হয়েছেন। এসব মিলিয়েই যেন তিনি জীবনকে উপভোগ করে গিয়েছেন। এই অভিনেতা প্রায়ই বলতেন, ‘আমি জীবনকে উপভোগ করতে চাই এবং আমি জীবনকে উপভোগ করেছি। ভবিষ্যতেও উপভোগ করব। আমার কাছে জীবনটা অনেক বিশাল মনে হয়। এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটা অনুভূতির ব্যাপার। আমি জীবনে কখনোই আপস করিনি। আপস করে ভিতু মানুষ। আপস করে মেরুদণ্ডহীন প্রাণীরা। আমার মেরুদণ্ড আছে।’

তবে তিনি এটাও বলতেন, ‘কিছু কিছু পরিবর্তন মানুষ আপনা-আপনিই করে। কিছু পরিবর্তন মানুষের জীবনে অজান্তেই চলে আসে। যেখানে নিজের হাত নেই।’

প্রেম নিয়েও হুমায়ুন ফরীদি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘প্রেম স্বর্গীয়। মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি এটা পবিত্র ও স্বর্গীয়। প্রেমের চেয়ে ভালো বিষয় মানব ইতিহাসে নেই। আমি শুধু মানুষে মানুষে প্রেমের কথা বলছি না। একটা মানুষ একটা বৃক্ষের সঙ্গে প্রেম করতে পারে, একটা মানুষ তাঁর জানালার পাশে বসা দোয়েল পাখির প্রেমে পড়তে পারে। আমরা প্রেম বলতে বুঝি একটা ছেলে একটা মেয়ে, কিন্তু ব্যাপারটা সেই রকম নয়। এই জন্যই আমার কাছে জীবনটা ছোট নয়।’
মঞ্চনাটক, সিনেমা বা টেলিভিশন—সব মাধ্যমেরই নিজস্বতার স্বাক্ষর রেখে গিয়েছেন হুমায়ুন ফরীদি। ইতিবাচক নেতিবাচক সব চরিত্রেই তিনি দাপুটে অভিনেতার পরিচয় দিয়েছেন। কখনো রমজান ডাকু, কখনো কানকাটা রমজান, সেরাজ তালুকদারসহ অসংখ্য চরিত্রে তিনি দর্শকদের মাতিয়েছেন। সেসব কাজ এখনো দর্শকদের বিনোদন দেয়।

এই অভিনেতা ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারির আজকের এই দিনে মারা যান। শেষ সময়টায় তিনি অনেকটাই একা থাকতেন। এটাও তিনি উপভোগ করতেন। এক সাক্ষাৎকার তিনি জানিয়েছিলেন, ‘একা থাকা অনেক ভালো, কারণ, একাকিত্ব কখনো-বিশ্বাস ঘাতকতা করে না।’ সর্বশেষ হুমায়ুন ফরীদি চুক্তিবদ্ধ হয়েছিলেন রেদওয়ান রনির ‘চোরাবালি’ সিনেমায়। কিন্তু সিনেমার শুটিংয়ের কদিন আগেই তিনি মারা যান।

Source:. প্রথম আলো

image
Like
Comment
Share
Magazine
Magazine
3 yrs

সালমান শাহ আমাকে ‘গুন্ডি’ বলে ডাকত: চিত্রনায়িকা নূতন
***********************************************************************
সালমান শাহর সঙ্গে চিত্রনায়িকা নূতনের দারুণ সখ্য ছিল। সালমান শাহ অনেকবারই তাঁর সিনেমা প্রেক্ষাগৃহে গিয়ে দেখার অনুরোধ করেছিলেন নূতনকে। কিন্তু সেই সময় শুটিংসহ নানা ব্যস্ততায় হলে গিয়ে তাঁর সিনেমা দেখা হয়নি নূতনের। ১০ ফেব্রুয়ারি সালমান শাহের তুমি আমার সিনেমাটি বরিশালের অভিরুচি সিনেমা হলে নতুন করে মুক্তি পেয়েছে। খবরটি জানার পর সালমানকে স্মরণ করে গতকাল ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী।

ফেসবুক পোস্টে নূতন লিখেছেন, ‘সালমানের কোনো ছবি কখনো হলে গিয়ে দেখা হয়নি। সেই সময় আমি ব্যাক টু ব্যাক ছবি করি। বিভিন্ন ব্যস্ততার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগ হয়নি। তবে সালমান চলে যাওয়ার পরে আফসোস লেগেছে, অনেক বলার পরেও সালমানের সঙ্গে হলে গিয়ে ছবি দেখতে পারিনি। বেশির ভাগ ছবিই জহির রায়হান কালার ল্যাব বা এফডিসিতে দেখা হয়েছে। আর এক–দুইটা ছবি সালমান নিজে ভিসিআরে দেখিয়েছে।’

এ প্রসঙ্গে প্রথম আলোকে নূতন বলেন, ‘সালমান নতুন ছবি মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে বলত। আমি বলতাম, তুমি যে জনপ্রিয়, সঙ্গে আমি গেলে দর্শক আর সিনেমা দেখবে না। আমাদের নিয়েই ব্যস্ত হয়ে পড়বে। দর্শক তোমাকে চ্যাংদোলা করে নিয়ে যাবে। এসব বলতাম আর মজা করতাম। এত দিন পর খুব আফসোস হয়, কেন তখন হলে সালমানের ছবি দেখতে গেলাম না। সালমান মাত্র ২৭টি ছবিতে অভিনয় করেছে। শুরু থেকেই সে যে পরিমাণ দর্শকের ভালোবাসা পেয়েছে, জনপ্রিয় হয়ে উঠেছিল, ভাবা যায় না। খেয়াল করে দেখেছি, তাকে পেলে তরুণ–তরুণী যেভাবে ঘিরে ধরত, অটোগ্রাফ নিত—বেচারা ভক্তদের চাপে কাহিল হয়ে যেত। সময়ের বিরতিতে সিনেমায় একজন করেই তারকা আসে। আমাদের একজন রাজ্জাক ছিলেন, আরেকজন সালমান শাহ।’

নূতন জানান, কেয়ামত থেকে কেয়ামত ছবির ‘ও আমার বন্ধু গো’ গানটিতে সালমানকে দেখে রাজ্জাকের কথা মনে পড়েছিল তাঁর, ‘সালমানের ওই গানটি দেখে “নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা” গানটিতে রাজ্জাকের ড্রেস, অঙ্গভঙ্গির কথা মনে হয়েছিল। তখনই আমার মনে হয়েছিল, ইন্ডাস্ট্রি আরেকজন রাজ্জাক পেতে চলেছে।’
নূতনের ভাষায়, সালমান অমায়িক মানুষ ছিল। পোশাকে দারুণ স্টাইলিস্ট ছিল। সেটা সিনেমার পর্দায় বা বাস্তবেও দেখা যেত সালমানকে।

সম্পর্ক দুষ্টুমির হলেও নূতনকে খুব সম্মান করতেন সালমান। সিনেমার শুটিংয়ে কোনো দৃশ্যে কোন পোশাক পরবেন, অনেক সময় সালমান তাঁর কাছ থেকে পরামর্শ নিতেন। নূতন বলেন, ‘আমি তখন কক্সবাজারে ছবির শুটিংয়ে। কেয়ামত থেকে কেয়ামত ছবিরও শুটিং ওই এলাকায়। আমি জানতাম না। শুটিংয়ের ফাঁকে, চেয়ারে বসে আছি, হঠাৎ দেখি একটা খোলা জিপে সালমান ও মৌসুমি লোকেশন পরিবর্তন করে যাচ্ছে। আমাকে দেখেই গাড়ি থামিয়ে কাছে এল সালমান। আমি উঠে চেয়ার ছেড়ে দিলাম। সে কী আর বসতে চায়। জোরাজুরি করে বসালাম। সিনেমায় আসার আগেই তাঁর সঙ্গে পরিচয়। প্রথম যখন কাজ শুরু করল, আমার কাছে পোশাক নিয়ে পরামর্শ নিয়েছিল। এর পরেও অনেক ছবির ক্ষেত্রে এটা করেছে।’

সালমানের মধ্যে একটা শিশুর মন ছিল। মানুষের সঙ্গে সে মজা করত। নূতন বলেন, ‘আমার ও সঙ্গে খুব মজা করত। আমি বয়সের ওর কত বড় ছিলাম। কিন্তু ওর বাচ্চাসুলভ মনটার কারণে সব মেনে নিতাম। আমিও দুষ্টুমি করতাম ওর সঙ্গে। প্রথম ছবি মুক্তির আগে ওকে বলেছিলাম, ছবি হিট হলে তো আর পাত্তা দিবা না।’ লজ্জা পেয়ে বলেছিল, ‘না না, কখনই সেটা হবে না। দেখে নিয়ো তুমি।’ আমি সেই সময় পায়ে পেনসিল হিল, প্যান্ট, জামা পরতাম। মাঝেমধ্যে টি-শার্টও পরতাম। আমাকে নাকি গুন্ডা গুন্ডা লাগত তাঁর কাছে। সালমান আমাকে “গুন্ডি” বলে ডাকত। এফডিসিতে দেখা হলেই গুন্ডি বলে জোরে ডাক দিত।’

স্ট্যাটাসের আরেকাংশে তিনি লিখেছেন, ‘অনেক বছর পরে ছবি মুক্তির খবরটি দেখে বুকটা কেঁপে উঠল। মনে হচ্ছিল, রিলিজের আগে যেমন বলত, আমার ছবি দেখবে কিন্তু। এখনো তাই বলবে। খুব জোরে সাউন্ড দিয়ে গান বাজিয়ে আমার বাসার সামনে চকলেট নিয়ে দাঁড়াবে।’

প্রথম আলোকে নূতন আরও বলেন, ‘ওর কথা মনে হলে মনটা ভেঙে যায়। কী সুন্দর একটা ছেলে, কী সুন্দর অভিনয়; যা দিয়ে রাতারাতি দর্শকের মন জয় করে ফেলেছিল। বাচ্চাদের মতো পকেটে চকলেট রাখত। এফডিসি বা বাসায়—সেখানেই দেখা হোক, পকেট থেকে বের করে তা আমাকে দেবেই।’

এখন নূতনের খুব ইচ্ছা হলে গিয়ে সালমানের সিনেমা দেখার। ঢাকায় সালমানের ছবি মুক্তির অনুরোধ করে এই অভিনেত্রী স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘এখন খুব ইচ্ছা সালমানের ছবি হলে গিয়ে দেখার। এই ছবিটা বরিশালের পাশাপাশি ঢাকায় মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হোক। মন ভরে চোখ মেলে সালমানকে হলে দেখতে চাই। দৃশ্যের পরে দৃশ্যে হাততালি দিতে চাই। যদিও আমার চোখ লাল করে পানি আসবে, তা–ও শেষ পর্যন্ত দেখব।’

সালমানের উদ্দেশে এই নায়িকা আরও বলেন, ‘সালমান, তোমার সঙ্গে আমার সম্পর্ক কেমন ছিল, আমি তোমার কী ছিলাম, তা না–ই বা বললাম। শুধু এতটুকু বলি, হাজার মানুষের মতো আমিও তোমার একজন ভক্ত, ভালোবাসি তোমায়।’

Source:. প্রথম আলো

image
Like
Comment
Share
Gaurav kumar
Gaurav kumar
3 yrs

Satta King Online Result 2023 | Predictions for a fee
https://sattakingm.in/
https://sattakingg.in/

Satta King is a popular Indian lottery game that involves betting on a random number. It’s a fun way to win money.
It’s not a mathematical game, but players can make guesses based on experience and old records. Some bookmakers sell predictions for a fee, but most people win because of luck.

Favicon 
sattakingm.in

Satta king 2023 | Sattaking | Satta result | Satta king online | Satta king live | Satta king result

Get 2023 - Satta King, satta result, satta king up, sattaking, gali result, satta result up, black satta, satta king 786, satta gali, satta king gali, desawar result, faridabaad result, gaziabaad result king
Like
Comment
Share
Imran Hossen Hridoy
Imran Hossen Hridoy    Linkeei Group
3 yrs ·Youtube

Like
Comment
Share
Imran Hossen Hridoy
Imran Hossen Hridoy
3 yrs ·Youtube

Like
Comment
Share
Imran Hossen Hridoy
Imran Hossen Hridoy
3 yrs ·Youtube

Like
Comment
Share
Imran Hossen Hridoy
Imran Hossen Hridoy
3 yrs ·Youtube

Like
Comment
Share
Showing 12332 out of 19638
  • 12328
  • 12329
  • 12330
  • 12331
  • 12332
  • 12333
  • 12334
  • 12335
  • 12336
  • 12337
  • 12338
  • 12339
  • 12340
  • 12341
  • 12342
  • 12343
  • 12344
  • 12345
  • 12346
  • 12347

Edit Offer

Add tier








Select an image
Delete your tier
Are you sure you want to delete this tier?

Reviews

In order to sell your content and posts, start by creating a few packages. Monetization

Pay By Wallet

Payment Alert

You are about to purchase the items, do you want to proceed?

Request a Refund