নতুন কৃতির সন্ধানে
***********************************************************************
গত জানুয়ারিতে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’-এর ট্রেলারকে টপকে ভারতে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে পৌঁছে যায় কৃতি শ্যানন-কার্তিক আরিয়ান অভিনীত ‘শেহজাদা’র ট্রেলার। পরে ছবিটির গান মুক্তির পরও ব্যাপক জনপ্রিয়তা পায়। মিমি-তে অন্তঃসত্ত্বার চরিত্রে অভিনয়ের পর ‘শেহজাদা’য় তাঁর গ্ল্যামারস লুক ভক্তদের মন জয় করে নেয়। কৃতি বলছেন চমকের এই শুরু; চলতি বছর নানা বৈচিত্র্যময় চরিত্রে হাজির হবেন তিনি।
ভবিষ্যতে মুক্তির অপেক্ষায় থাকা কৃতির সিনেমাগুলোর মধ্যে যেমন আছে পুরোপুরি বাণিজ্যিক ধারার ছবি, তেমনই আছে ভিন্ন ধারার কাজও। ২০২৩ সালে নিজের কাজ নিয়ে কৃতি বলেন, ‘দর্শকেরা এবার আমার নতুন এক সংস্করণ দেখতে পাবেন। শুরুটা হবে গ্ল্যামারাস লুক দিকে (‘শেহজাদা’)। এরপর আছে আমার সবচেয়ে বড় সিনেমা ‘আদিপুরুষ’। যে ছবিটি নিয়ে আমি সবচেয়ে গর্বিত। এ ছাড়া গণপথ আছে, যেখানে প্রথমবারের মতো আমাকে অ্যাকশন চরিত্রে দেখা যাবে। চরিত্রটিতে মানিয়ে নিতে বাইক, অস্ত্র চালানোসহ অনেক কিছুই শিখেছি।’
নতুন ছবির সহকর্মীদের নিয়েও দারুণ রোমাঞ্চিত কৃতি। অভিনেত্রী বলেন, ‘শহীদ কাপুরের সঙ্গে রোমান্টিক ছবি করছি; প্রথমবারের মতো আমাদের জুটি দেখবেন দর্শক। এ ছাড়া তিন নারীর গল্প নিয়ে সিনেমা দ্য ক্রুতে আছেন টাবু, কারিনা কাপুর খানের মতো শিল্পীরা। সব মিলিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা।’
নতুন ছবি মুক্তির আগে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চরিত্র নির্বাচনপ্রক্রিয়া নিয়েও কথা বলেন কৃতি। তিনি জানান, কোনো সিনেমা করতে রাজি হওয়ার আগে তিনি পরিচালক, সহ-অভিনেতার চেয়ে নিজের চরিত্র নিয়েই বেশি মাথা ঘামান। কৃতি বলেন, ‘প্রতিটি সিনেমার চরিত্র যেন ভিন্ন ভিন্ন হয়, এটা মাথায় থাকে। কয়েক বছর ধরেই এ নিয়মে কাজ করছি। “বেরেলি কি বরফি”তে আমার চরিত্র ছিল ছোট শহরের এক তরুণীর। “পানিপথ” আবার ইতিহাসনির্ভর সিনেমা। আর মিমির কথা যদি বলেন, ছবিটি আমাকে ক্যারিয়ারের পরের ধাপে পৌঁছে দিয়েছে। এক সিনেমা থেকে অন্য সিনেমায় নিজেকে বদলাতে না পারলে তো স্থবির হয়ে যাব।’
আপাতত কৃতি আছেন আগামী শুক্রবারের অপেক্ষায়, যেদিন মুক্তি পাবে ২০২৩ সালে তাঁর প্রথম সিনেমা ‘শেহজাদা’। কার্তিক আরিয়ানের সঙ্গে ছবিটি একটি দক্ষিণি সিনেমার রিমেক। আগে কৃতি ও কার্তিক জুটি ‘লুকাচুপি’র মতো হিট দিয়েছিলেন। কৃতির আশা এবারও ২০১৯-এর পুনরাবৃত্তি হবে।
Source:. প্রথম আলো