জাকিয়া ফার্মাতে চাকরির বিশাল সুযোগ।
পদের নামঃ মেডিকেল প্রোমোশন অফিসার।
যোগ্যতাঃ এস এস সি থেকে শুরু।
বিস্তারিত জানতে নিচের লিংকে দেখুন।
https://www.weeklychakri.com/2....021/12/zakia-pharma-
ইস্তেগফারের ফজিলত:-
১.গুনাহ মাফ হয়ে যায়।
২. এর মাধ্যমে বালা-মুসিবত দূর হয়।
৩. রিজিক প্রশস্ত হয়।
৪. পরিবারে শান্তি আসে।
৫. শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পায়।
৬. হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়।
৭. আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়।
৮. চিন্তা-পেরেশানি দূর হয়।
৯. রহমতের বৃষ্টি বর্ষিত হয়।
১০. সুসন্তান লাভ হয়।
১১. নদী-নালা প্রবাহিত হয়।
১২. সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়।
১৩. আজাব-গজব থেকে রক্ষা পাওয়া যায়।
১৪. মুস্তজাবুদ দাওয়ার গুণ অর্জন হয়। (অর্থাৎ, ইস্তেগফার পাঠকারী এমন হয়ে যাবেন, যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তায়ালা তা কবুল করবেন)
১৫. পরকালে জান্নাত লাভ হয়।
-সূরা হুদঃ৫২,সূরা আনফালঃ৩৩, সুনানে আবু দাউদ,মসুনানে নাসাই,সূরা নূহঃ১০-১২,সূরা হুদঃ৩।"
আল্লাহ তা'আলা আমাদের বেশী বেশী ইস্তেগফারের আমল করার তওফিক দান করুক,আল্লাহুম্মা-অামীন।"
https://www.rashtriyablog.com/?p=497