"একটু খাওয়া পাওয়া যাবে এখানে বাবা? একটু বাড়ি নিয়ে যাইতাম, আপনার চাচী খায় নাই সকাল থেকে কিছু। একজনের জন্য কিছু ভাত ডাল দিলেই হবিনে"
বৃদ্ধ চাচা আম জনতার হোটেলে এসেছিলেন কিছু খাবারের আশায়। সকাল থেকে কাজ খুজেছেন ১০ কিলোমিটার দূরের বাজারে, কিন্তু কোন কাজ ভাগ্যে জুটেনি। তাই একটু চাল ডাল কিনবেন সেই সুযোগ ও হয়নি। আমাদের হোটেল থেকে চাচার বাড়ীতে খাবার পৌঁছে দিয়ে এসেছি আমরা। ৮০ বছর বয়সেও চাচার পরিশ্রম করার এই স্পৃহা আমাদের অনুপ্রেরণা দেয়।
আম জনতার হোটেলের আয়োজন এই পরিশ্রমী মানুষগুলোর জন্যই করা হয়। এই হোটেলে কোন অভুক্ত মানুষ আসলে তাকে নিরাশ হতে হয় না। সব সময়েই ভালো খাবার আয়োজনের মাধ্যমে আতিথিয়েতা করার চেষ্টা করি আমরা।
প্রিয় শুভাকাঙ্ক্ষী, আম জনতার হোটেলে একজন সাধারণ মানুষের জন্য ভালো খাবারের আয়োজন করতে আমাদের সর্বোচ্চ ৭০-৮০ টাকা খরচ হয়। আমরা প্রত্যেকে যদি মাত্র একজন মানুষের আহারের দায়িত্ব নেই, এই মানুষগুলোর জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।
অনুদানের জন্য বিস্তারিতঃ
01975888855(যোগাযোগ এবং বিকাশ), 01623184785 ( Nagad)
Bank account- Account no: 1061440479332
Account Name: Tahmid Hasan
Bank: Eastern Bank Limited, Dhanmondi
Routing No: 095261188