<<< শূন্য এবং আমাদের জীবন >>>
[[[ হাইলাইটঃ
আমি জেমস্
জন্ম আমার শূন্য থেকে। হারিয়ে যেতে চাই শূন্যে। আর মহাবিশ্বের সবচেয়ে বড় সংখ্যাকে আমার এই শূন্যতা দিয়ে ভাগ করে ভাগফল বানাতে চাই অসিম বা ইনফিনিটি বা সকলের ধরা ছোঁওয়ার বাইরে, সকল গণনার বাইরে। তাই, শূন্যতা আমার অহংকার, আমার গর্ব। ]]]
শূন্য কি শুধুই একটি সংখ্যা? আজ থেকে ঠিক ৪ দিন আগে একটি বিশেষ কারনে প্রশ্নটি মাথায় ঘুরপাক খাচ্ছিল। আজ ৪ দিন পর উপলব্ধি করলাম শূন্য শুধুমাত্র একটি সংখ্যাই নয়, শূন্য হচ্ছে আমাদের জীবন দর্শন। শূন্যের সাথে আমাদের জীবনের অদ্ভুত মিল রয়েছে।
গাণিতিক ভাবে চিন্তা করলে শূন্য একই সাথে একটি সংখ্যা এবং অংক। একক ভাবে শূন্যের কোন মান নেই, তবে অন্য সংখ্যার পেছনে বসে সেই সংখ্যার মান পরিবর্তন করে। শূন্যের কোন পজিটিভ (+) বা নেগেটিভ (-) মান নেই। শূন্য হচ্ছে একমাত্র নিরপেক্ষ সংখ্যা, বাকিরা সবাই স্বার্থপর।
প্রথমে একটু বলে নেই, সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশের আর্যভট্ট (৪৭৫-৫৫০ খ্রিঃ) '০' (শূন্য) প্রথম ধারণা দেন। ব্রহ্মগুপ্ত (৫৯৮-৬৬৫ খ্রিঃ) শূন্য আবিষ্কার করেন এবং এই শূন্যকে ব্যাপক ভাবে আলোচনার শীর্ষে নিয়ে আসেন। গণিতে ‘শূন্য’ আবিষ্কার ভারতবর্ষে হয়েছিলো।এবং ভারতবর্ষের সংস্কৃত শব্দ শ্যুন্যেয়া (শ্যূন্য)’ আরবের ‘সিফর’ হয়ে ধীরে ধীরে পশ্চিমে ‘জিরো’তে পরিণত হলো।
এবার মুল কথায় আসি।
শূন্যের নিজস্ব মান নেই, সে অন্য সংখ্যার পেছনে যোগ হয়ে তার মান বাড়ায়। কোন সংখ্যার সামনে যতো শূন্যই বসান না কেন তার মান বারবেনা। একই ভাবে সবাই তার নিজের মান বাড়ানোর জন্য আপনার শূন্য জীবন কে তার পেছনে জায়গা দিবে, কখনোই আপনাকে তার সামনে জায়গা দিবেনা। আপনার শূন্যতাকে সবাই নিজের স্বার্থে ব্যবহার করবে।
আমাদের জীবনের শূন্যতার ভাগ কেও নিতে চায়না। ঠিক একই ভাবে শূন্য কে যে সংখ্যা দিয়েই ভাগ করুন না কেন, ভাগফল সবসময় শূন্য ই হবে। তাহলে বাস্তব জীবনে কেও আপনার শূন্য জীবনের ভাগ কেন নিবে, বলুন???
আপনার শূন্য জীবনের মান যতোই বাড়ানোর চেষ্টা করুন, ফলাফল ওই শূন্যই। একই ভাবে শূন্য কে যতো বড় সংখ্যা দিয়েই গুন করুন না কেন গুনফল সেই শূন্যই হবে। তাহলে আপনার শূন্য জীবনের মান বাড়ানোর ব্যর্থ চেষ্টায় কে নিজেকে আপনার সাথে গুন করবে বলুন???
আপনার শূন্য জীবনে কোন কিছু যোগ হতে চাইবেনা। একই ভাবে গনিতে শূন্যের সাথে কোন সংখ্যা যোগ (+) করা হয়না। কারন শূন্যের সাথে যে সংখ্যা যোগ হবে যোগফলে সেই সংখ্যার মান বাড়বেনা কিন্তু যোগফলে শূন্যের মান ঠিকই বাড়বে। এখানে সম্পূর্ণ লাভ ঐ শূন্যের, আর যে সংখ্যা যোগ করা হল সে বেচারার কোন লাভ নেই। লাভ ছাড়া কে আপনার শূন্য জীবনের সাথে যোগ হতে আসবে, বলুন???
আপনার শূন্য জীবন থেকে দেখবেন একে একে সবকিছু চলে যেতে থাকবে। গনিতে সবচেয়ে ছোট সংখ্যাটাও শূন্য কে অবহেলা করে নিজের থেকে বিয়োগ (-) করে দেয়। কারন সে জানে তার থেকে শূন্য কে বিয়োগ করলে বা বাদ দিলেও তার নিজের মান কমবেনা। তাহলে বাস্তব যিবনে অন্য কেও আপনার মতো একটা শূন্য জীবন কেন তার জীবন থেকে বিয়োগ করবেনা বলুন???
তবে শূন্য সম্পর্কে আমার দর্শন সম্পূর্ণ আলাদা।
গনিতে যে কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে তার মান হয় অসিম বা ইনফিনিটি বা সকলের ধরা ছোঁওয়ার বাইরে, সকল গণনার বাইরে। বিশ্বাস না হলে কেলকুলেটর ব্যবহার করে দেখুন। তাই আপনি যদি সবাইকে ছারিয়ে অনেক উপরে অবস্থান করতে চান তাহলে আপনাকে অবশ্যই শূন্য হতে হবে।
আমি জেমস্
জন্ম আমার শূন্য থেকে। হারিয়ে যেতে চাই শূন্যে। আর মহাবিশ্বের সবচেয়ে বড় সংখ্যাকে আমার এই শূন্যতা দিয়ে ভাগ করে ভাগফল বানাতে চাই অসিম বা ইনফিনিটি বা সকলের ধরা ছোঁওয়ার বাইরে, সকল গণনার বাইরে। তাই, শূন্যতা আমার অহংকার, আমার গর্ব।
জেমস্
https://linkeei.com/setting/my_points