এক নববিবাহিতা স্ত্রীকে বিয়ের পর পরই তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল মরুভূমি অঞ্চলে। ছোট বেলা থেকেই সে শহরে বেড়ে উঠেছিল তাই মরুভূমি তার কাছে অত্যন্ত গেয়ো এবং নিরানন্দ লাগছিল।
যেখানে থাকার ব্যবস্থা হল সেটাও তার কাছে মোটেও পছন্দ হলো না । গ্রামের জরাজীর্ণ একটা চালা ঘর, ধূসর মরুভূমি, উত্তপ্ত আবহাওয়া, আদিবাসী প্রতিবেশী। সেখানকার কেউই আদিবাসী ভাষা ছাড়া অন্য কোন ভাষায় কথা বলতে পারে না।
Read more https://www.anuperona.com/life-of-desert/?swcfpc=1
একদিন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ পিতা ও তার পুত্র তাদের বাগানের একটা বেঞ্চে বসেছিল। হঠাৎ একটি কাক এসে বসলো, তার পিতা জিজ্ঞেস করলেন,“এটা কি ?”
পুত্র বলল – “এটি একটি কাক ।”
… কয়েক মিনিট পর, পিতা আবার জিজ্ঞেস করলেন , “এটা কি ?
পুত্র বলল – “আমি তো কেবলি বললাম এটা একটা কাক ।”
একটু পর আবার পিতা জিজ্ঞেস করলেন, “এটা কি ?” এবার পুত্র অনেকটা বিরক্ত হয়েই কর্কশ গলায় বলল ,”এটা একটা কাক, এটা একটা কাক।” এবার পিতা ৪র্থ বারের মত জিজ্ঞেস করলেন “এটা কি ?”
Read more https://www.anuperona.com/father-and-son-story/
মাঝে মাঝে ভালো খাবার খাওয়ার শখ কার না জাগে? কিন্তু চাচার সেই শখ পূরণ করার কেউ নেই এই বৃদ্ধ বয়সে। ছেলেদের সংসার কোনমতে চলে, বাবার খোজ নেয়ার খুব একটা সময় নেই। গ্রামের মানুষজনের দেয়া ভাত তরকারি দিয়েই দিন পার করতে হয় বৃদ্ধ চাচার। ভাত-শাক যা লোকে দেয় তাতেই তিনি খুশী।
চাচার জন্য আজকের আম জনতার হোটেল থেকে আমরা চেষ্টা করেছি ভালো কিছু খাবারের ব্যবস্থা করার। খাবার পেয়ে চাচা খুশী হয়েছেন, এই অমলিন হাসি চাচার মুখে সর্বদা লেগে থাকুক, সেই চেষ্টাই করে যাবো আমরা।