যখন নিজের অনুভূতি ভাষায় ফেলবেন,
হাজারটা বিশেষণের মন্তব্য পাবেন।
কিন্তু কেউ বুঝতে যাবেনা,
কিসের মধ্য দিয়ে যাচ্ছে জীবন।
জ্বলে পরাণ, পোড়ে পরাণ
পাগল পাগলিনীর দিন কাটে
ঢাকা চট্টগ্রাম শহরে।
#সৃষ্টি
#premdevota
আর কোন উৎসবে হাসবো না
আর কোন নিরবতায় তোকে পাবো না।
তুই আর আসবিনা সুখ নিয়ে
তুই খবরও নিবিনা আমার অসুখে।
আর কোন মুহূর্তে ঝগড়াও হবেনা,
ঝগড়া শেষে চুমুতে ঠোঁটও ভিজবেনা।
এভাবেই তুই আমি একবিংশ শতাব্দীর
দুঃখী উপন্যাস হলাম, আমাদের অপূর্ণতা নিয়ে।
#সৃষ্টি
#premdevota
IMEI Check Bangladesh | IMEI চেক করার নিয়ম - https://www.tunebn.co/imei-check-bangladesh/
https://www.prothomalo.com/technology/j2irhgovb9
https://www.prothomalo.com/technology/q3h6vasw8p