Watch
Events
Blog
Market
Pages
More
Posts
Users
Group
Games
Forum
Movies
Jobs
এক যাত্রী ট্রেনের অ্যাটেন্ডেন্ট কালুকে ১০০ টাকা দিয়ে বললেন— যাত্রী: আরেকটু বরফ আনো তো, লাস্ট পেগটা মারি। কালু: আর তো বরফ পাওয়া যাবে না স্যার। যাত্রী: কেন? কালু: ডেডবডি আগের স্টেশনে নামিয়ে নিয়ে গেল যে।
আধুনিক বিয়ে-শাদির কথাবার্তা চলছে— মেয়েপক্ষ: শুনলাম, ছেলে না কি নেশা করে খুব? ছেলেপক্ষ: তা একটু আধটু। আমার ছেলে স্বভাবে-আচরণে খুবই ভালো। মিথ্যা বলবো না, ও আজকাল তিন-চার পেগ খায়। তবে তা রাতের বেলায়। মেয়েপক্ষ: এই বিয়ে পাকা। ছেলে পছন্দ হয়েছে। বোঝা যাচ্ছে, ছেলের আয়-রোজগার খুব ভালো।
সাত সাধু সাতটি পাটি বিছিয়ে তপস্যা করছে। এক লোক বড় সাধুর কাছে এসে জিজ্ঞাসা করলো— লোক: বাবা, মেয়েরা আমার দিকে তাকায় না। দয়াকরে কিছু উপায় করেন। লোকটির কথা শুনে বড় সাধু তার পাশে বসা ছোট সাধুকে বললো— বড় সাধু: ওই ছোট, এইখানে আরেকটা পাটি বিছা।
Load more
You are about to purchase the items, do you want to proceed?