দুইদিন ধরে ইরা অনলাইনে আসছে না।হয়তো আরিয়ানকে পছন্দ হয়নি ছবি দেখার পর।
আর হবেই বা কেন আরিয়ান তো দেখতে কালো,আনস্মার্ট যাকে ক্ষ্যাত বলে আর কি।
ইরার মতো সুন্দরি মেয়ে কেনই বা ভালোবাসবে আরিয়ানের মতো ক্ষ্যাত একটা ছেলেকে।আর আরিয়ানের তুলনায় ইরা অনেক বড়লোক বাড়ির মেয়ে।
আরিয়ান বার বার ফেসবুকে এসে দেখছে ইরা অনলাইনে আসে কি না?
কিন্তু দুইদিন হয়ে গেলো ওর কোন খবর নেই।আরিয়ান ওর নিজের ভাগ্যকে দোষ দিতে লাগলো,”আজ সুন্দর হলে হয়তো ইরা ওকে ঠিক পছন্দ করতো”
৭ দিন হয়ে গেলো ইরার কোন খবর নেই।ফোনটাও অফ করে রাখছে।
মাস ছয়েক আগে,,,,,,,
#lovestory
https://www.lovestory-bd.com/6304/
আজ প্রায় পাঁচ বছর পর অফিসের একটা কাজে সিলেট এলাম।শহরের অনেক কিছুই সময়ের সাথে পরিবর্তন হয়ে গেছে।আর সবকিছু পরিবর্তন হয়ে যাওয়াটায় স্বাভাবিক। আমি আরিয়ান।একটা প্রাইভেট কোম্পানিতে জব করি।আমি আগে এই শহরে থাকতাম কিন্তু একটা কারনে এই শহর ছেড়ে গেছি।এর কারন জানতে পারবেন।
অফিসের কাজ সেরে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছি।ঠিক সেসময় কে যেন পিছন থেকে “সাহেব,সাহেব বলে জোরে চিৎকার করে ডাকছে।
পিছনে ঘুরে তাকালাম তখন একটা ছেলে আমায় বলল:
—-সাহেব কেমন আছেন?,সেই কখন থেকে আপনাকে ডাকছি।(ছেলে)
—-কিন্তু আমি তো আপনাকে চিনলাম না?(আমি)
#lovestory
https://www.lovestory-bd.com/6319/
ফেসবুকে ঢুকে চ্যাট লিষ্টের দিকে তাকাতে নিহার নামটা সবার উপরে ভেসে উঠলো।
অনলাইনে আছে কিন্তু তার সাথে এখন আর কোন কথা হচ্ছে না।
একসময় এর সাথেই দিন-রাত আমার কথা হতো।
মাস ছয়েক আগের কথা,,,,,
ফেসবুক টুকটাক লেখালেখি করতাম বলে মেয়ে ফ্রেন্ডের অভাব ছিলো না।
প্রতিদিন প্রায় দুই-একটা মেয়ের আইডি থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট আসতো।
একদিন “অচেনা মেয়ে”নামের একটা মেয়ের আইডি থেকে রিকুয়েস্ট আসলো।
আমি একসেপ্ট করার সাথেই আইডি থেকে একটা মেসেজ আসলো:
#lovestory
https://www.lovestory-bd.com/6316/
James Boss
Delete Comment
Are you sure that you want to delete this comment ?